বিনোদন ডেস্ক: সম্প্রতি শেষ হয়েছে অনিল কপূর সঞ্চালিত বিগ বস ওটিটি ৩। বিগ বসের সঞ্চালনায় অনিল কপূরের ফিতে কাটাকে অনেকেই স্বাগত জানালেও, বিগ বসের চিরাচরিত ঐতিহ্যকে যারা ভালোবাসে তারা কিন্তু সল্লু ভাই-এর স্ক্রিন প্রেসেন্সকে বারবার মনে করেছে। সলমান খানের হোস্ট করা বিগ বস বারবার ভক্তদের কাছে জিতে গিয়েছে। তবে এবার অপেক্ষার অবসান হতে চলেছে। খুব তাড়াতাড়ি আসতে চলেছে Bigg Boss 18। অফিসিয়ালি কোনো ঘোষণা না হলেও একটি সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে বিগ বস ১৮ কবে, কোথায় দেখা যাবে এবং প্রকাশ্যে এসেছে সম্ভাব্য প্রতিযোগীদের তালিকাও।
২০২৪ এ বিগ বস ১৮(Bigg Boss 18) আসতে চলেছে অক্টোবর মাসেই। একটি সংবাদমাধ্যমের দেওয়া খবর অনুসারে ৫ অক্টোবরেই এই শোয়ের প্রিমিয়ার টেলিকাস্ট করা হবে। বিগ বস ওটিটির মতো বিগ বস ১৮ও দেখা যাবে জিও সিনেমাতে। তবে এই শো টেলিকাস্ট হবে কালারস টিভিতে। সোম থেকে শুক্র রাত ১০টা আর শনি থেকে রবিবার রাত ৯টায় দেখা যাবে কালারসে। অতএব শনি ও রবিতে ভক্তদের সামনে ফের উইকেন্ড কা বার এপিসোডে ফের দেখা যাবে ভাইজানকে।
সম্প্রতি সামনে এসেছে বিগ বস ১৮ এর প্রতিযোগীদের তালিকাও। এই সিজনের বিগ বস হাউসে কাকে কাকে দেখা যাবে! জানা যাচ্ছে, প্রতিযোগীদের তালিকায় নাম থাকছে অর্জুন বিজলানি, করন প্যাটেল, সমীরা রেড্ডি, সুরভি জ্যোতি, পূজা শর্মা, সোয়েব ইব্রাহিম, দলজিৎ কাউর, অভিষেক মালহান, মিস্টার ফ্যাইজু, দীপিকা আরিয়া, ডলি চাওলা, ম্যাক্সটার্ন, ঠাগেশ, কশিস কপূর, দিগ্বিজয় সিং রাঠি, সিয়িত তোমার।
পাশাপাশি মেকারস বিবি ওটিটি ৩-এর প্রতিযোগীদেরও ফের বিগ বস ১৮ এ দেখা যেতে পারে। শিবানী কুমারী, আদনান শেখ এবং বিশাল পান্ডে কে ফের দেখা যাবে বিগ বস ১৮ এর পর্দায়। তারকাখচিত বিগ বস ১৮ এবারে ভক্তদের অপেক্ষার অবসান ঘটাতে চলেছে শীঘ্রই। এখন সল্লু ভাইয়ের উপস্থাপনাতে বিগ বস ১৮ কতটা ফ্যানেদের মন জয় করবে তা বলা সময়সাপেক্ষ।