
বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় রিয়ালিটি শো-এর মধ্যে অন্যতম বিগ বস। প্রত্যেকবারই এই শো ঘিরে দর্শক মহলের উত্তেজনা তুঙ্গে। এবারেও তাঁর অন্যথা হল না। খুব শীঘ্রই আসছে Bigg Boss 16। এবারের পর্বে বিশেষ চমক, এই সিজনে খেলবে বিগ বস নিজে। বিগ বসের প্রোমোয় সলমনকে বলতে শোনা গেছে, এবার গব্বরকেও অনেক ভালো মনে হবে। এখন থেকে রাতে বাচ্চা না ঘুমলে মায়েরা বলবেন, ‘বেটা শো যা, নেহি তো বিগ বস আজায়েগা। আগামী ১ অক্টোবর রাত ১০টা থেকে শুরু হবে সম্প্রচার। এসুন এক নজরে দেখেনি প্রতিযোগীদের তালিকা।
জানা গিয়েছে, Bigg Boss 16-এ থাকছেন অভিনেত্রী নিমরিত কৌর আলুওয়ালিয়া, সাম্বুল তৌকির, সৌন্দর্য শর্মা, টিনা দত্ত, সৃজিতা দে, চাঁদনি শর্মা, অভিনেতা গৌতম ভিগ, শিভিন নারাং, শালীন ভানট, নৃত্যশিল্পী গোরী নাগোরি সহ আফগানিস্তানের গায়ক আবু রজিক, মিস ইন্ডিয়া রানার্সআপ মান্য সিং। সেই সঙ্গে কমেডিয়ান মনোয়ার ফারুকী, গায়িকা ফরমানি নাজ, অভিনেতা ভিভিয়ান ডিসেনা, টুইঙ্কেল কাপুর, অঙ্কিতা লোখান্ডে, কণিকা মান, সোশ্যাল মিডিয়ার সেনসেশন ফয়জল শেখ, র্যাপার এমসি. স্ট্যান-দেরও আসার খবর শোনা যাচ্ছে তবে এখনও জল্পনায় শিলমোহর পড়েনি।
বেশ কিছুদিন আগে, টলিউড অভিনেত্রী নুসরত জাহানেরও এই সিজনে বিগ বসের ঘরে যাওয়ার কথা উঠেছিল। খবর সামনে আসতেই আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল নুসরত অনুরাগীরা। তবে অভিনেত্রীর তরফ থেকে এবিষয়ে এখনও কোনো তথ্য সামনে আসেনি। এখন শুধু অপেক্ষার পালা। ১ অক্টোবর রাত ১০টা থেকে ‘বিগ বস-১৬’র সম্প্রচার শুরু হবে। সোম থেকে শুক্র দেখা যাবে এই শো।