প্রশান্ত সর্দার: মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই হতে চলেছে কালার্সের সর্বসেরা রিয়ালিটি শো বিগ বসের ফাইনাল ম্যাচ। কে হবে বিজেতা তা নিয়ে জল্পনা রয়েছে। তবে খুব শীঘ্রই শেষ হবে সেই জল্পনা। সাধারণ দর্শক থেকে সেলিব্রিটি সবাই উদ্বেগ এই সেরা রিয়ালিটি শো নিয়ে। এই শো এতটাই সাফল্য লাভ করেছে যে তিন মাসের জায়গায় প্রথমবার শুধুমাত্র দর্শকদের জন্য আরও একমাস বাড়িয়ে দেওয়া হয়েছিল শো-এর সময়সীমা।
মোট ছয়জনকে নিয়ে চারমাসের এই শো পৌঁছাল ফাইনালে। কে হবে এই বিবি-১৩ এর বিজেতা? সিদ্ধার্থ, আসিম, সেহেনাজ, রেশমি, পারাস নাকি আরতি? সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠছে এই নিয়ে। সিদ্ধার্থ আর সেহেনাজের দুষ্টু-মিষ্টি প্রেম হোক কিংবা সিদ্ধার্থ রেশমির মধ্যে সম্পর্কের টানাপোড়েন এই সবই ছিল বিগবসের মুল আকর্ষণ।
এই বছর বিগ বস-এ অসীম আর সেহেনাজ হল নতুন আবিষ্কার। আন্ডারওয়ার্ল্ড থেকে উঠে এসে এঁরা এখন সারা ভারতবর্ষের সেলিব্রিটি। এমনকি আসীমকে নিয়ে টুইট করেছেন খোদ জন সিনা। সেলিব্রিটিদের নিয়ে তৈরি সাড়ে চার মাসের এই শো আজ অন্তিম পর্যায় পৌঁছেছে। এবার দেখার বিষয় কার হাতে ওঠে এই ট্রফি।