
বিনোদন ডেস্ক: Bhediya বরুণে মজল না সিনেপ্রেমীরা। প্রথম দিনে বক্স অফিসে সেইভাবে সাফল্য পেল না অমর কৌশিকের এই ছবি। গত শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে কৃতি-বরুণ এর Bhediya। হরর-কমেডি ভিত্তিক এই ছবির ট্রেলার-টিজারে যতটা দর্শক সাড়া দিয়েছিল, মুক্তির দিন সেই দৃশ্য চোখে পড়ল না প্রেক্ষাগৃহে।
আরও পড়ুন: Ranbir-Alia: ছোট্ট Raha’র উদ্দেশ্যে বিশেষ বার্তা দিদি Samara’র
মুক্তির দিনে বরুণ ধাওয়ান-কৃতী শ্যাননের ছবি আয় করেছে ৭.৪৮ কোটি টাকা। লক ডাউনের পর মুক্তি প্রাপ্ত বরুণ ধাওয়ানের ‘Jugjugg Jeeyo’ ছবির তুলনায় Bhediya ছবির আয় ২০% কম। সেদিক থেকে ৮ নম্বর দিনেও দৃশ্যম ২-এর টিকিট বিক্রি হল ৭.৮৭ কোটির কাছাকাছি। প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস এবং জিও স্টুডিওর তরফ থেকে জানানও হয়েছে, বিশ্বব্যাপী Bhediya ছবির আয় ১২.০৬ কোটি টাকা। এখন দেখা যাক, সপ্তাহান্তে ভাগ্য ফেরাতে পারে নাকি বরুণ-কৃতিরা।
আরও পড়ুন: শেহজাদা নয় রামচন্দ্র’কেই জীবনসঙ্গী হিসেবে পেতে চান Kriti Sanon
ছবিতেই বরুণ এক ভেড়িয়া অর্থাৎ নেকড়ের চরিত্রে অভিনয় করেছেন। হরর কমেডি ভিত্তিক এই ছবিতে দেখা যাবে, বরুণের পশ্চাত দেশে কামড়ে দেওয়ার ফলেই নেকড়েতে রূপান্তরিত হয়ে যান অভিনেতা। বরুণের বিপরীতে দেখা গিয়েছে কৃতি শ্যানন’কে। অভিনেত্রী শ্রদ্ধা কাপুর রয়েছেন একটি কেমিও চরিত্রে।