“আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে খেলার সাহস দেখাবেন না”, Malaika’র প্রেগন্যান্সি নিয়ে সরব Arjun

0
29

বিনোদন ডেস্ক: ৪৯ বছরে দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। খবর সামনে আসতেই তুমুল চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছিল প্রথম বাবা হওয়ার আনন্দ বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা অর্জুন কাপুর। রীতিমতো সেই খবর নেট দুনিয়ায় ভাইরাল। খবরটা প্রথম সম্প্রচারিত হয় একটি সংবাদ মাধ্যমে। বিয়ের আগেই সুখবর, মালাইকা-অর্জুন’কে একের পর এক প্রশ্নবাণ ছুঁড়ে দেন নেটিজেনদের একাংশ।

জল্পনায় জট কাটিয়ে তাঁদের পরিবারের একজন জানান, এই খবর সম্পূর্ণভাবে ভুয়ো, পুরোটা গুজব ছাড়া আর কিছু নয়। কিন্তু তা সত্ত্বেও থামে না সমালোচনা। এবার প্রেগন্যান্সির ভুয়ো খবরে তীব্র প্রতিবাদ জানালেন অভিনেতা Arjun Kapoor। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করে অভিনেতা লেখেন, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে খেলার সাহস একদম দেখাবেন না। তারপর ওই সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম আর সাংবাদিকের নাম উল্লেখ করে তারকা বলেন, এটা খুবই নিম্নমানের খবর, অনৈতিক, ভিত্তিহীন । কিছু কিছু সাংবাদিক আছে যারা খবরের সততা যাচাই না করেই লিখে দেয়, কারণ আমরা সাধারণত ভুয়ো খবরে পাত্তা দি না, কোনও প্রতিক্রিয়া জানায় না। এটা একদমই ঠিক নয়, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে খেলার সাহস একদম দেখাবেন না। ।”

- Advertisement -

বলিউডের নামকরা অভিনেত্রী-আইটেম ডান্সার মালাইকা আরোরা। তারকার ব্যক্তি জীবন কারোরই অজানা নয়। সলমন খানের ভাই আরবাজ খানের সঙ্গে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। প্রেম থেকেই পরিণয় মালাইকা-আরবাজের। কিন্তু শেষ অবধি টেকে না বিয়ে বিচ্ছেদ হয়ে গেলেও সন্তানের দায়িত্ব একসঙ্গে পালন করে মালাইকা-আরবাজ। প্রাক্তন জামাই বাবুকে এখনও রাখি পরান বোন অমৃতা। আবার অন্যদিকে বনি পুত্র অর্জুন কাপুরের সঙ্গে লিভ ইন করছেন মালাইকা। তাঁদের সম্পর্কও দেখতে দেখতে অনেক দূর এগোল।