মুম্বই: বলিউড নাম শুনলেই মাথায় চলে আসে একাধিক চলচ্চিত্র। প্রেম কাহিনী হোক বা ট্র্যাজেডি সব ধরনের বলিউড ছবিতেই থাকে গানের মেলা। গান ছাড়া বলিউড ঠিক জমে না। এবার বলিউডের জনপ্রিয় গানই দেখানো হল অ্যাপলের আইফোন ১৩ এর লঞ্চ ইভেন্টের প্রোমোতে। জনপ্রিয় বলিউড সিনেমা ‘হরে রাম হরে কৃষ্ণ’ ছবির আরডি বর্মণ-আশা ভোঁসলের ট্র্যাক “দম মারো দম” দেখানো হল।
মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে আইফোন ১৩ য়ের চারটি মডেল এবং অ্যাপল ওয়াচ ৭-য়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সিইও টিম কুক। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত অ্যাপল লঞ্চ ইভেন্টে অনেক ঘোষণাই হয়েছে। কিন্তু এই প্রোমো ভিডিও নেট দুনিয়ায় সকলের নজর কেড়েছে। যেই গানের দৃশ্যে দেখা গিয়েছে এক সময়ের বলিউডের লাস্যময়ী অভিনেত্রী জিনাত আমন ও অভিনেতা দেবানন্দকে। এই বিষয়ে ছবির পরিচালক কেন ঘোষও টুইট করেছেন।
আরও পড়ুন: আইপিএল ২০২১: বড় ধাক্কা SRH -এর, ভিসা সমস্যায় আফগানিস্তানের তারকা স্পিনার
Did I just hear a #Dummarodum inspired tune at the iPhone launch?#iphone13series #iPhone #californiastreaming
— Ken Ghosh (@kenghosh) September 14, 2021
এতকিছু সত্ত্বেও আইফোন ১৩ য়ের ডিজাইনে কিন্তু বিশেষ পরিবর্তন দেখা গেল না। দেখতে এটি অনেকটা আইফোন ১২ র মতোই। গোলাপি, নীল, লাল, কালো এবং স্টারলেট— মোট পাঁচ রঙে ছাড়া হবে মডেলগুলি। আগের সিরিজের তুলনায় প্রায় আড়াই ঘন্টা বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই সেটে। বিজ্ঞাপনটি অ্যাপল তাদের ইউটিউব হ্যান্ডলে শেয়ার করেছে। সেখানে লেখা ছিল, “প্রত্যেক দিন হিরো, একজন নায়ক এবং তার বিশ্বস্ত আইফোন ১৩ নিয়ে একটি আসল, নকল সিনেমা।”