অর্পিতা দাস: কিছুদিন আগেই মেয়ে ভামিকাকে কোলে নিয়ে এয়ারপোর্টে দেখা গিয়েছিল অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। এবার মেয়ে নয় স্বামী বিরাট কোহলিকে কোলে নিয়ে সকলকে চমকে দিলেন অনুষ্কা।
সম্প্রতি একটি বিশেষ শ্যুটে একসঙ্গে দেখা গেল অনুষ্কা এবং বিরাটকে। জীবনের বেশিরভাগ সময়টা মজা করেই কাটাতে ভালোবাসেন বিরুষ্কা। এই সেটেও তেমনই এক মুহূর্ত দেখা গেল। শুটিং এর মাঝেই হঠাৎ বিরাট কোহলিকে কোলে তুলে নিলেন অনুষ্কা শর্মা।
একবার নয় একাধিকবার এবং ব্যাপারটা বেশ সহজেই করে ফেললেন অনুষ্কা। এবং ভিডিওর শেষে অনুষ্কা বুঝিয়ে দিলেন তিনি আসলে কতটা শক্তিশালী। অনুষ্কার প্রথম ছবি ‘রব নে বানা দি জোড়ি’-তে নাচার সময় অভিনেতা শাহরুখ খানকে প্রায় কোলে নেওয়ার মত এই নাচের পোজ দিতে হয়েছে অনুষ্কাকে।
তবে শুধু পর্দাতেই নয় বাস্তবে এমন কাণ্ড হাসতে হাসতে ঘটিয়ে দিতে পারেন, সেটা বেশ ভালই বুঝিয়ে দিলেন অনুষ্কা। বিরাটকে পেছন থেকে জাপ্টে ধরে অনায়াসে তুলে দিলেন স্ত্রী অনুষ্কা। অনুষ্কার এই কাণ্ডে রীতিমতো অবাক বিরাট। শেষে মেনেও নিলেন তাঁর স্ত্রী আসলে কতটা শক্তিশালী।