অর্পিতা দাস: ছবি দেখে চেনার জো নেই একেবারে, ঠিক যেন কাঞ্চন মল্লিক, দর্শকেরাও অঙ্কুশের এই ছবি দেখে অবাক। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
ছোটবেলা থেকে নিজেকে অনেক বদলে ফেলেছেন, তাই এই অভিনেতার ছোটবেলার ছবি দেখে হতবাক প্রত্যেকে। স্কুলের ইউনিফর্ম পরা, চোখে চশমা, রোগা চেহারা, এবং মুখে একগাল হাসি- এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অঙ্কুশ। যে ছবি দেখে বোঝার উপায় নেই যে এই ছেলেটাই এখন টলিউডের জনপ্রিয় এক অভিনেতা।
ওই
এই ছবি দেখে বহু অনুগামী কমেন্ট করেছেন, এই ছবিতে অঙ্কুশকে একদম কাঞ্চন মল্লিক এর মত দেখাচ্ছে। তবে কেউই প্রথমবার দেখে বিশ্বাস করতে পারেননি এই ছবি আসলে ছোট অঙ্কুশের। এমনকি অঙ্কুশের ও পুরোপুরি মনে নেই তিনি এই সময় কোন ক্লাসে পড়তেন। সম্ভবত ক্লাস নাইনে পড়তেন, এই কথাই ছবির সঙ্গে লিখেছেন অঙ্কুশ। অনেকেই আবার জানতে চেয়েছেন তিনি কোন স্কুলে পড়তেন। কেউ কেউ আবার লিখেছেন অঙ্কুশ নিজেকে যতটা বদলে ফেলেছেন তা সত্যিই প্রশংসনীয়।
ছোটবেলার এই ছবি দেখে নিজেও নস্টালজিক হয়ে পড়েন অঙ্কুশ, তাই সেই সময়ে এমন একটি মুহূর্তও সকলের সঙ্গে শেয়ার করে নিলেন টলিউডের এই জনপ্রিয় অভিনেতা। আসলে প্রিয় অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন সম্বন্ধে সবসময়ই কৌতুহল থাকে দর্শকদের, তারা কোন স্কুলে পড়তেন, বিশেষ করে ছোটবেলায় কেমন ছিলেন তারা- এইসব কিছুই জানতে চান দর্শকেরা। বিভিন্ন ইন্টারভিউতে ছোটবেলা থেকেই নিজের জার্নির কথা বলেছেন অঙ্কুশ, তবে এই প্রথমবার এই বয়সের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি।