Ambarish Bhattacharya : অবশেষে সদা সিঙ্গেলের তকমা ঘুচল, মিঠুনের জামাই হচ্ছেন পটকা

0
130

বিনোদন ডেস্ক : অবশেষে চির সিঙ্গেলের তকমা ঘুচল পটকার জীবনে। সানাই বাজিয়ে , উলু দিয়ে বিয়ে করতে যাবে পটকা ওরফে অম্বরীশ ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল। অভিনেতার বিয়ের খবরে মেতেছে অনুরাগীমহল। এ বিয়ে আবার যে সে বিয়ে নয়, ‘ডিস্কো ডান্সার’ মিঠুন চক্রবর্তীর মেয়ের বিয়ে বলে কথা। হ্যাঁ, ঠিকই শুনছেন মহাগুরু ‘মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) নিজের শ্বশুর হিসাবে পেতে চলেছেন অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)।

আরও পড়ুন : Debalina Dey : আত্মহননের পথে অভিনেত্রী, মাঝরাতে বাঁচাতে তৎপর হলেন Sandy Saha

গোটা ব‍্যাপারটা ভীষণ নিয়ে উচ্ছ্বসিত অম্বরীশ। মহাগুরুও জামাইকে পেয়ে আনন্দে আত্মহারা। চলতি বছরে ২৩ ডিসেম্বর অম্বরীশের দাম্পত্য জীবনের শুরু। না রিয়েলে নয় গোটা ঘটনাটা হবে রিল লাইফে। দেবের আসন্ন ছবি ‘প্রজাপতি’-তে মিঠুনের মেয়ের জামাই হিসেবে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্যকে। মেয়ের ভূমিকায় থাকবেন, কনীনিকা বন্দোপাধ্যায়।

আরও পড়ুন :Rai Debalina Dey : ফের আত্মহত্যার চেষ্টা টলিউড অভিনেত্রীর

ছবিতে বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে দেব-মিঠুন’কে। এই ছবির সব চেয়ে বড় চমক মিঠুন-মমতাশঙ্কর জুটি। ১৯৭৬ সালে মৃগয়ার পর ফের বড় পর্দায় একসঙ্গে দেখা মিলবে মিঠুন চক্রবর্তী ও অভিনেত্রী মমতাশঙ্করের। সেই ১৯৭৬ সালের পর ২০২২ এ ছবি ঘোষণা তারকা জুটির। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর প্রযোজনায় মুক্তি পাবে ‘প্রজাপতি’।