Prithviraj : মুক্তির আগেই ২ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিও ফাঁস

0
26

বিনোদন ডেস্ক : অবশেষে প্রকাশ্যে এল অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি ‘পৃথ্বীরাজ’ (Prithviraj)-এর ট্রেলার। ছবিতে মুখ্য ভূমিকায় ‘পৃথ্বীরাজ চৌহান’ চরিত্রে দেখা যাবে বলি অভিনেতা অক্ষয় কুমারকে। অভিনেতার বিপরীতে দেখা যাবে মডেল অভিনেত্রী মানুষী চিল্লরকে। ডঃ চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত এই ঐতিহাসিক ছবির হাত ধরেই প্রথমবার বড় পর্দায় পা রাখবেন মানুষী চিল্লর।

আরও পড়ুন25 শে বৈশাখ : সৌমিত্র’র কবিতায় কবি গুরুকে শ্রদ্ধার্ঘ নিবেদন,নেপথ্যে ‘বেলাশুরু’

এদিন সোমবার মুম্বাইয়ে বিশাল অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুক্তি পেল ছবির ট্রেলার। আগামী ৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এছবি। গত বছরই মুক্তির আশায় ছিল ‘পৃথ্বীরাজ’। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় মুক্তি তারিখ। অবশেষে বহু প্রতীক্ষার পর প্রেক্ষাগৃহে আসতে চলেছে অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’। এদিন ২ মিনিট ৫৩ সেকেন্ডের এ ভিডিয়োয় নজর কাড়লো দর্শক মহলের। ট্রেলার দেখে মুগ্ধ নেটদুনিয়া। আবারও একবার প্রমাণ হয়ে গেল অভিনেতা অক্ষয় কুমারের অভিনয় প্রতিভা।

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

ছবিতে অক্ষয়-মানুষী ছাড়া অন্যন্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, সঞ্জয় দত্ত, সোনু সুদ, মানব ভিজ, আশুতোষ রাণা, সাক্ষী তনওয়ার ছাড়াও আরও অনেকেই। শুধু হিন্দি নয় তামিল,তেলেগু ভাষাতেও মুক্তি পাবে ছবি।