
বিনোদন ডেস্ক: দীর্ঘ লড়াই শেষ, না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা Vikram Gokhale। হিন্দি ছবির পাশাপাশি একাধিক মারাঠি ছবিও করেছেন বর্ষীয়ান অভিনেতা। মাত্র ২৪ বছর বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি। অভিনেতার প্রয়াণে শোকের ছায়া ভক্ত মহলে। গভীর ভাবে ভেঙে পড়েছেন তাঁর অনুরাগীরা। শোকপ্রকাশ করেছেন, অক্ষয় কুমার,রবিনা ট্যান্ডন থেকে শুরু করে অনুপম খের।
অভিনেতা অক্ষয় কুমার লিখেছেন, “বিক্রম গোখলের প্রয়াণে গভীরভাবে দুঃখিত। ভুল ভুলাইয়া, মিশন মঙ্গল-এ ওনার সঙ্গে কাজ করেছি, অনেক কিছু শিখেছি। ওনার শান্তি কামনা করি।” অভিনেত্রী রবিনা ট্যান্ডন বলেছেন, ‘Om shanti’। পরিচালক অশোক পন্ডিত বলেছেন, “মারাঠি ইন্ডাস্ট্রির রাজা ছিলেন,উনি আর আমাদের মধ্যে নেই, ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়ে গেল, ওনার আত্মার শান্তি কামনা করি।”
Very sad to know of the demise of Vikram Gokhale ji. Worked with him in films like Bhool Bhulaiyaa, Mission Mangal, had so much to learn from him. Om Shanti 🙏 pic.twitter.com/WuA00a2bpO
— Akshay Kumar (@akshaykumar) November 26, 2022
আরও পড়ুন: ‘কিশমিশ’-এর পর আসছে ‘Dilkhush’, প্রথমবার একসঙ্গে Madhumita-Soham
मराठी रंगमंच , टीवी और सिनेमा के बादशाह आदरणीय #VikramGokhale जी हमारे बीच में नहीं रहे !
इंडस्ट्री के लिए यह बहुत बड़ा नुक़सान है !
उनके परिवार को हमारी तरफ़ से श्रद्धांजलि अर्पित करता हूँ !
ओम शांति ! 🙏🏼 pic.twitter.com/glr8HxEkcT— Ashoke Pandit (@ashokepandit) November 26, 2022
বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান অভিনেতা। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎই অভিনেতার মৃত্যুর খবর চাউর হয় সোশ্যাল মিডিয়ায়। তারপরেই তাঁর স্ত্রী-মেয়ে টুইট করে জানান, ভেন্টিলেশন সাপোর্টে আছেন Vikram Gokhale। তারপরেই গত শুক্রবার জানা যায়, চোখ খুলেছেন, ওষুধে সাড়া দিচ্ছেন, ধীরে ধীরে ভেন্টিলেশন থেকে বেড়িয়ে আসার চেষ্টা করছেন বর্ষীয়ান অভিনেতা। তারপরে হঠাৎই শনিবার প্রকাশ্যে আসে তাঁর মৃত্যুর খবর।