
বিনোদন ডেস্ক : মান-অভিমানের পর্ব মিটছে তা অনেক আগেই প্রকাশ্যে এসেছিল, তবে এখনও সম্পর্কের জল্পনায় শিলমোহর পড়েনি। এসবের মাঝেই জল্পনা আরও উস্কে দিয়ে কাছাকাছি এলেন Kiara- Sidharth। নতুন ছবিতে জুটি বাঁধবেন তারকা জুটি, রসায়ন আরও গভীর।
আরও পড়ুন : ১০১ কোটির আইনি জটে সাময়িক স্বস্তিতে Shah Rukh Khan
‘শেরশাহ’ ছবিতে প্রথম জুটি বাঁধেন কিয়ারা-সিদ্ধার্থ। ছবিতে তারকা জুটির রসায়ন মন কেড়েছিল দর্শকমহলের। শোনা যায় এই ছবির পর থেকেই সম্পর্কের শুরু তাঁদের। মাঝে তাঁদের বিচ্ছেদের খবরও প্রকাশ্যে এসেছিল। অবশেষে মান-অভিমানের পর্ব মিটিয়ে দর্শক মহলের আবদার মেটাতে ফের বড় পর্দায় দেখা মিলবে তারকা জুটির।
আরও পড়ুন : Uorfi Javed : উরফির কাছে হেরে গেলেন তেজস্বী প্রকাশ
বিটাউন সুত্রে খবর, ইতিমধ্যে ছবির স্ক্রিপ্ট পছন্দ হয়ে গিয়েছে বলি অভিনেত্রী কিয়ারা আডবানী,ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার । তবে এখনও চুক্তিবদ্ধ হয়নি তাঁরা। সব ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই ছবি সাইন করবেন তারকা জুটি। সম্ভবত রোম্যান্টিক ছবিতেই ফের দেখা মিলবে তাঁদের। এখনও ছবির নাম জানা যায়নি।