বিনোদন ডেস্ক: অভিনেত্রী শ্রীলেখা মিত্র, যাঁকে নিয়ে নেটিজেনদের মাথাব্যাথার অন্ত নেই, তাঁর পোশাক-আশাক যেন নীতিপুলিশদের গসিপের একটি হট টপিক। তবে অভিনেত্রীর এইসব বিষয়ে কোনও হেলদোল নেই, তাঁর জীবনের একটাই ইউএসপি নিজেকে সুখী রাখা। তবে তিনি প্রচণ্ড প্রতিবাদী ধাঁচের একজন মানুষ, যা সমাজের প্রতিটি মানুষের কাছে অনুপ্রেরণা। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া তাঁর জীবনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি অভিনেত্রী পশুপ্রেমী। বরাবরই নিজের ইচ্ছে মতো চলতে ভালবাসেন এই অভিনেত্রী।
খোলামেলা পোশাকে নিজেকে মোড়াতে বেশ ভালবাসেন তিনি। এখন অভিনেত্রী, বাংলাদেশ ও ভারতের এক সুসম্পর্ক চাইছেন। কারণ তিনি এখন দুবাইতে। বাংলাদেশের বিজয় দিবসে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্প্রতি, দুবাই থেকেই অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করলে তাঁর নিজস্ব ইনস্টাগ্রাম প্রোফাইলে।
View this post on Instagram
যেখানে তিনি বললেন, “হ্যালো বন্ধুরা, আমি এখন দুবাইতে আছি। বাংলাদেশের বিজয় উৎসবে আমাকে আমন্ত্রণ জাননো হয়েছে। তোমরা সবাই আমার জন্যে প্রার্থনা করো, যেন আমি এখানে সুন্দরভাবে পারফর্ম করতে পারি। আমি মনে প্রাণে চাই ভারত-বাংলাদেশের বন্ধুত্ব যেন আরও গভীর হয়! আমরা সবাই একই আকাশের তলায় থাকি!” অভিনেত্রীর পরণে কমলা বর্ণের শাড়ী এবং স্লিভলেস ব্লাউজ পাশাপাশি জমকালো মেক-আপে নিজেকে সাজিয়েছেন তিনি। বোঝাই যাচ্ছে, বিজয় উৎসবের অনুষ্ঠানে পারফর্ম করার জন্যে তৈরি অভিনেত্রী। তাঁর এই ভিডিওতে অনেক পছন্দের সংখ্যা উপচে পড়েছে। সঙ্গে তাঁর অনেক ফ্যান অভিনেত্রীর রূপের প্রশংসাও করেছেন।