বিনোদন ডেস্ক: মেয়েদের একই অঙ্গে অনেক রূপ। কখনও সে সন্তান; কারোর কাছে দিদি বা বোন আবার কখনও স্ত্রী এবং মা। নারী মানেই দশভুজা। ঠিক তেমনি টলিউডের অভিনেত্রীরাও অভিনয়ের পাশাপাশি সব দিক একা হাতে সামলাচ্ছেন। সে সংসার হোক বা সন্তান বড় করা।
আরও পড়ুন-Super Singer: সুপার সিঙ্গারের মঞ্চে ‘লাল্টু’ শিবপ্রসাদ মুখোপাধ্যায়
গত বছরই ফুটফুটে এক পুত্র সন্তানের মা হয়েছেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান চক্রবর্তী। তাঁর নানান রকম মজার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় দেওয়া মাত্রই ভাইরাল। নেটিজেনরা রীতিমত মুগ্ধ একরত্তির নানান কাণ্ড কারখানায়। এই বছর ইউভান পা দিয়েছে এক বছরে। সেই দিন ছেলের মঙ্গল কামনায় রাজ-শুভশ্রী আরাধনা করেছিলেন রাধা- কৃষ্ণের। এবার কৃষ্ণকে সাক্ষী রেখেই ছেলের জন্য গান গাইলেন রাজ ঘরণী। অমিত কুমারের গাওয়া বালিকা বধূ ছবির সেই বিখ্যাত গান ‘বড়ে আচ্ছে লাগতে হ্যয়’।
এই ভিডিও অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। মা এবং ছেলের এই মিষ্টি মধুর মুহূর্ত গুলি ক্যামেরা বন্দি করেছেন চন্দ্রানী গঙ্গোপাধ্যায় অর্থাৎ সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। ইতিমধ্যেই এই ভিডিওটি বেশ পছন্দ করেছেন নেট নাগরিকরা।