
বিনোদন ডেস্ক: সামনেই থ্রি ইডিয়েটস’র সিক্যুয়েল, ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ছবি, প্রায় ১৪ বছর পর ছবির সিক্যুয়েল আসার কথাবার্তা চলছে। সম্ভবত রাজকুমার হিরানির পরিচালনাতেই মুক্তি পাবে ছবি। সামনেই বড় দায়িত্ব, তাঁর আগেই bestie দের সঙ্গে ‘মাইন্ড ফ্রেস’ করতে মেতে উঠলেন করিনা কাপুর খান। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেই ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন ‘বেবো’।
গত শনিবার রাতে নিজের গার্লস গ্যাং এর সঙ্গে মেতে উঠলেন সইফ-ঘরনি। এদিনের পার্টিতে উপস্থিত ছিলেন মালাইকা আরোরা, মালাইকার বোন অমৃতা আরোরা, মল্লিকা ভট্ট। বলিউডের এই গার্লস গ্যাং-এর বন্ধুত্ব বহুদিনের। প্রায়শই তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। মাঝে মধ্যেই এদের সঙ্গে যোগ দেন সইফ আলি খান আর অর্জুন কাপুর। এছাড়া এই দলের আরও এক গুরুত্বপূর্ণ সদস্য করিশ্মা কাপুর।
সম্প্রতি একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করে করিনা লিখেছেন, “Our forever… Missing our Lolo..,” আপাতত কাজের চাপে ব্যস্ত ‘লোলো’ ওরফে করিশ্মা কাপুর, তাই সে আসতে পারেননি। মুহূর্তেি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর এই পোস্ট। করিনা’কে শেষ দেখা গিয়েছিল বড় পর্দায় আমির খানের লাল সিং চাড্ডা ছবিতে।