বলিউডে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য কল্কি কেকল্যাঁ সবসময়েই বহু চর্চিত থেকেছেন। তবে এবার খবরের শিরোনামে এসেছেন একেবারে অন্য কারণে। সম্প্রতি সন্তানসম্ভবা এই তারকার ছবি সোশাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে।
২০১৫ এ তাঁর সঙ্গে পরিচালক অনুরাগ কাশ্যপের বিবাহ বিচ্ছেদের পরে তিনি আর সাত পাকে বাঁধা পড়েননি। বিবাহের বন্ধন ছাড়াই মা হতে চলেছেন কল্কি। বর্তমানে তিনি গায় হার্সবার্গের সঙ্গে সম্পর্কে রয়েছেন তবে বিয়ের কথা আপাতত ভাবছেন না বলেই জানিয়েছে কেকল্যাঁ।
সম্প্রতি করিনা কাপুর খানের একটি রেডিও শো তে তিনি এই বিষয়ে খোলাখুলি কথা বললেন। প্রথম যখন জানতে পারেন তিনি মা হতে চলেছেন তাঁর ও সঙ্গী হার্সবার্গ এবং দুজনের পরিবারের কিরকম প্রতিক্রিয়া নিয়ে কথা বলেন এই রেডিও শো তে।
এই প্রসঙ্গেই তিনি জানিয়েছেন তাঁদের দুজনের পরিবারই যথেষ্ট মুক্ত মানসিকতার এবং গতানুগতিক চিন্তাভাবনার উর্দ্ধে গিয়ে তাঁদের, কেকল্যাঁ এই সিদ্ধান্ত নিয়ে সমস্যা একেবারেই ছিল না। তাঁদের পরিবারের পক্ষ থেকে সন্তানের জন্ম দিতে গেলে বিবাহ আবশ্যক এমন কোনো মতামত কখনোই রাখা হয়নি।
তাঁর মা তাঁকে উপদেশ দিয়েছেন যে এরপরে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে কল্কি যেন মাথায় রাখেন যে সেটা সারাজীবনের জন্যই হবে। বিয়েতে কল্কি বিশ্বাস রাখেন না তা একেবারেই নয়, কিন্তু তাঁর মতে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার উপযুক্ত সময় এখনও আসেনি। করিনার সঙ্গে গল্পের ছলেই তিনি জানান যখন প্রথম কল্কি মা হতে চলেছেন জানতে পারেন তখন ‘আমি প্রথমে বিশ্বাসই করিনি’। তারপর ২-৩ দিন ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। যদিও তাঁদের এখনও নতুন অতিথি স্বাগত জানানোর কোনো পরিকল্পনা ছিল না। আপাতত সপরিবারেই কল্কি ও গায় তাঁদের আনন্দের সাথেই অপেক্ষা করছেন তাঁদের সন্তানের জন্য।