
পূর্বাশা দাস: রাত পোহালেই আলোর উৎসব দীপাবলি। শ্যামা মায়ের আগমনে আলোর রোশনাইতে উৎসবের আমেজ চারিদিকে। এই উৎসবমুখর পরিবেশের মধ্যেই অভিনেতা, তারকা সাংসদ দেব নতুন চমকের কথা ঘোষণা করলেন।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে দীপাবলির প্রাক্কালে আসন্ন সুখবরের কথা জানিয়েছেন দেব। ঘাটালের সাংসদ লিখেছেন, “দীপাবলির সবথেকে বড় চমকের জন্য তৈরি থাকুন। আগামীকাল বিরাট চমক আসতে চলেছে। সঙ্গে থাকুন।”
টলিউডের ইতিউতি কান পাতলেই শোনা যাচ্ছে কালী পুজোর পুণ্য তিথিতেই নতুন ছবির ঘোষণা করতে পারেন অভিনেতা দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। সূত্র মারফত জানা যাচ্ছে, নতুন এই ছবিতে ‘রঘু ডাকাত’ এর ভূমিকায় অভিনয় করতে পারেন দেব। মা কালীর উপাসক রঘু ডাকাতের সঙ্গে মা কালী অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই হয়ত ছবির ঘোষণার দিন হিসেবে কালীপুজোর দিনটিকেই বেছে নিয়েছেন প্রযোজক দেব।
আরও পড়ুন: Monali Thakur: ‘পুতুলদি’ এর কাছে গান শেখার কথা স্বীকার করে নস্ট্যালজিক মোনালি ঠাকুর
তবে সত্যি দেব ‘রঘু ডাকাত’ হয়ে ফিরছেন না অন্য কোনও রূপে; তা জানার জন্য আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা। তারপরেই নতুন ছবির ঘোষণা নিয়ে হাজির হবেন অভিনেতা, প্রযোজক, তারকা সংসদ দেব।