‘Laal Singh Chaddha’ নিয়ে চিন্তায় আমির, রাত-বিরেতেই ছুটলেন শাহরুখের বাড়িতে

0
39

বিনোদন ডেস্ক : সামনেই ছবি মুক্তি তারিখ, তাঁর আগেই বলিউড কিং-এর বাড়িতে পাড়ি আমির খানের। চলতি মাসে ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আমিরের বহু প্রতীক্ষিত ছবি Laal Singh Chaddha। এই ছবি ঘিরে বিতর্কের শেষ নেই বি-টাউনে, মুক্তির আগেই বয়কটের ডাক নেটিজেনদের। এসবের মাঝেই শাহরুখের বাড়িতে পাড়ি দিলেন অভিনেতা।

আরও পড়ুন : কাজের অভাব নাকি দাম্পত্য জীবনে সমস্যা, কী কারণে আত্মহত্যার পথ বাছলেন Saibal Bhattacharya

- Advertisement -

সম্প্রতি শাহরুখের মন্নতে দেখা গিয়ে বলিউড ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান’কে বিটাউন সূত্রে খবর, মুক্তির আগে প্রিয় বন্ধু শাহরুখ’কে ছবি দেখাতে গিয়েছিলেন আমির খান। ছবি দেখে বেশ পছন্দও হয়েছে কিং খানের, শাহরুখ ও আমিরের ঘনিষ্ঠমহল সূত্রে খবর। শাহরুখের মতে বলিউডে এছবি রেকর্ড ব্যবসা করবে। শুধু তাই নয় এও জানা যায়, শাহরুখের পাঠান মুক্তির আগেও আমিরের বাড়িতে যাবেন তিনি, তাঁর ছবি দেখাতে।

আরও পড়ুন : Annwesha Hazra : গুরুতর অসুস্থ এই পথ যদি না শেষ হয়-এর ঊর্মি

উল্লেখ, প্রায় চার বছর পরে এছবির হাত ধরে বড়পর্দায় ফিরছেন আমির খান। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে করিণা কাপুর খানকে। হলিউড সিনেমা ফরেস্ট গাম্পের রিমেক এছবি। ছবিতে আমির-করিণা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মোনা সিং-নাগা চৈতন্য’কে। এ ছবি দিয়েই বলিউডে ডেবিউ করবেন নাগা চৈতন্য।