পূর্বাশা দাস: থিজম্ গ্রুপ কলকাতার মানুষের সেবায় সগৌরবে পঞ্চাশটি বছর পূর্ণ করেছে। ইভেন্ট, বিনোদন, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ এবং লিফট উৎপাদন প্রভৃতি ক্ষেত্রে একটি বৈচিত্রপূর্ণ সংগঠন থিজম্। পঞ্চাশ বছরে আরও এক গৌরবময় কর্মকান্ডের সঙ্গে নিজেদের নাম জুড়ে নিয়েছে এই সংস্থা।
ভারতীয় ডাক বিভাগ পশ্চিমবঙ্গ সার্কেল এর সহযোগিতায় থিজম গ্রুপ বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, লেখক সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী এবং পথের পাঁচালীর ৬৬ বছর উপলক্ষে একটি বিশেষ কভার প্রকাশ করেছে। ২৩ সেপ্টেম্বর ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে ‘পথের পাঁচালি’র জন্য সত্যজিৎ রায়কে সম্মানিত করা হয়। এই মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখতে ভারতের ডাক বিভাগ জিপিও, কলকাতায় এক অনুষ্ঠানের আয়োজন করেছিল।
বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়, সুপরিচিত সত্যজিৎ গবেষক দেবাশিস মুখোপাধ্যায়, প্রচ্ছদ ডিজাইনার একতা ভট্টাচার্য, নীরজ কুমার, পিএমজি, কলকাতা রিজিয়ন, মনোজ কুমার,ডাইরেক্টর, জিপিও কলকাতা, রীতম সাহা, সিডিও ও পরিচালক, থিজম গ্রুপ সহ আরও অনেকে।
সত্যজিৎ রায়ের স্মরণে বিশেষ এই প্রচ্ছদ ডিজাইন করেছেন একতা ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন দ্য ড্রিমার্স মিউজিক পি. আর এজেন্সির সুদীপ্ত চন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।
এই অনুষ্ঠানের প্রসঙ্গে সন্দীপ রায় বললেন, “এটা আমার জন্য অত্যন্ত আনন্দের যে আমার বাবার জন্মশতবার্ষিকী এত বড়ভাবে উদযাপিত হচ্ছে। আমি থিজম গ্রুপ এবং ডাক বিভাগের প্রতি সত্যিই কৃতজ্ঞ। এটি পথের পাঁচালির জন্য একটি গর্বের মুহূর্ত। এছাড়াও আমার বাবার তৈরি ‘পথের পাঁচালি’র মতো ক্লাসিক ৬৬ বছর পূর্ণ করেছে তাকেও স্মরণ করা হল। এইরকম গুরুত্বপূর্ণ দিনে বিশেষ কভার প্রকাশ করতে পেরে আমি খুব খুশি।” থিজম গ্রুপের সিডিও এবং পরিচালক রীতম সাহা বলেন, “সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে এই ধরনের একটি বিশেষ কভার উপস্থাপন করতে পেরে আমরা গর্বিত। এটা আমাদের জন্যও একটি সম্মানের মুহূর্ত। আমরা অনেক অনুষ্ঠান করেছি কিন্তু এই অনুষ্ঠান আমাদের হৃদয়ের খুব কাছের।”
দেবাশিস মুখোপাধ্যায় সেদিনের প্রাসঙ্গিকতা সম্পর্কে বলেছিলেন কেন ২৩শে সেপ্টেম্বর এই অনুষ্ঠানটা করা হল। সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন “আমি চিনি গো চিনি তোমারে” যা সত্যজিৎ রায় চারুলতাতে ব্যবহার করেছিলেন। শুরুতে পথের পাঁচালি নিয়ে একটি ছোট ভিডিও দেখানো হয়।