এন্টারটেনমেন্ট ডেস্ক: কিছুদিন আগেই তারা একসঙ্গে সময় কাটিয়ে এসেছেন মালদ্বীপে, এমনকি এক সঙ্গেই তারা থাকতেন, বাস্তবের এই তারকা জুটি দর্শকদের অন্যতম পছন্দের জুটিও বটে। তবে সূত্রের খবর ভাঙ্গন ধরেছে এই তারকা জুটির।
স্টার জলসার সাঝেঁর বাতির চারু অর্থাৎ দেবচন্দ্রিমা সিংহ রায় বহুদিন ধরেই প্রেম করছেন অভিনেতা সায়ন্ত মোদকের সঙ্গে, তারা এক সঙ্গেই থাকেন এবং তাদের দুটি পোষ্যও আছে। সোশ্যাল মিডিয়ায় দারুন একটি এই দুই অভিনেতা অভিনেত্রী। প্রায়শই তাদের ভালোবাসার মুহূর্ত তারা তুলে ধরেন তাদের সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই দেবচন্দ্রিমার জন্মদিন উদযাপন করতে দেবচন্দ্রিমা এবং সায়ন্ত পৌঁছে গিয়েছিলেন মালদ্বীপে। তবে সূত্রের খবর, ভাঙ্গন ধরেছে দেবচন্দ্রিমা এবং সায়ন্তর সম্পর্কে।
ইতিমধ্যেই একে অপরকে আনফলো করেছেন সোশ্যাল মিডিয়ায়, তবে আনফলো করলেও তাদের একসঙ্গে কাটানো দারুন মুহূর্তে সব ছবি বা ভিডিও কোনটাই ডিলিট করেন নি সায়ন্ত বা দেবচন্দ্রিমা। শান্ত এবং দেবচন্দ্রিমার একটি ইউটিউব চ্যানেল ও আছে, যেখানে মাঝে মধ্যেই তারা তাদের মজার নানান মুহূর্ত ভিডিও করে শেয়ার করেন। এই জুটি দর্শকদের দারুন পছন্দের জুটি, বেশ কয়েক বছর ধরেই তারা একে অপরের সঙ্গে আছেন, তারা একসঙ্গে ঘুরতে যান, পোষ্যদের নিয়ে সময় কাটান।
এই জুটির ব্রেকআপ হয়তো মেনে নিতে পারবেন না দর্শকেরা। তবে একথা সত্যি, সম্পর্কে তিক্ততা এলেও তা পুরোপুরি মুছে দেন নি দেবচন্দ্রিমা এবং সায়ন্ত। তাদের সোশ্যাল মিডিয়ায় এখনো রয়েছে তাদের নানান রোমান্টিক মুহূর্তের ছবি ও ভিডিও। তাই এই দূরত্ব কি সাময়িক? কারণ ভালোবাসার মানুষের সঙ্গে মান-অভিমানের পালা চলতেই থাকে। তাই এমন মান অভিমান কাটিয়ে যেন আবারো একে অপরের সঙ্গে পথ চলা শুরু করেন দেবচন্দ্রিমা এবং সায়ন্ত।