
অর্পিতা দাস: ফের ত্রিকোণ প্রেমের আভাস জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের মোদক পরিবারে। সিদ্ধার্থ এবং তোর্সার জীবনে মিঠাই আসার পর থেকেই গল্পের মোড় ঘুরেছে। এবার সিদ্ধার্থর দুই বোন অর্থাৎ শ্রীতমা-শ্রীনিপা এবং রাতুলকে নিয়ে ফের হয়তো ত্রিকোণ প্রেম হতে চলেছে মোদক পরিবারে।
মোদক পরিবারে কিছুদিন আগেও অনুষ্ঠানে জমজমাট থাকলেও এখন সেই মজা খানিকটা ফিকে। কারণ মিঠাই এর সঙ্গে বিউটি পার্লারে যাওয়ার নাম করে পালিয়ে গিয়েছে শ্রীনিপা মোদক অর্থাৎ ঐন্দ্রিলা সাহা। মোদক পরিবারের মান-সম্মান বাঁচাতে এবার বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্ধার্থর আরেক বোন শ্রীতমা।
কিন্তু ভবিষ্যতে যখন বাড়িতে ফিরবেন শ্রীনিপা, তখন রাতুল কার পাশে থাকবেন? এই প্রশ্নই ঘুরছে দর্শক মহলে। ইতিমধ্যেই মোদক পরিবারে সিদ্ধার্থ-মিঠাই এবং তোর্সার মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখতে পাচ্ছেন দর্শক।
মিঠাই এর সঙ্গে তাঁর দুই ননদ শ্রীতমা এবং শ্রীনিপার সম্পর্ক খুব ভালো। এই দুই বোন কেও খুব পছন্দ করেন দর্শকেরা। তবে এবার হয়তো শ্রীনিপা এবং শ্রীতমার মধ্যে বদলাতে চলেছে সম্পর্কের সমীকরণ। বাড়ির মান বাঁচাতে প্রায় জোর করেই রাতুলকে বিয়ে করছেন শ্রীতমা অর্থাৎ দিয়া মুখোপাধ্যায়।
কিন্তু জোর করে তৈরি করা সম্পর্কের পরিণতি ঠিক কি? শ্রীনিপাকে ভুলে কি শ্রীতমার প্রেমে পরবেন রাতুল অর্থাৎ উদয় প্রতাপ সিং। নাকি শ্রীনিপাকে কোনোদিন ভুলতে পারবেন না রাতুল। নিজের স্বপ্ন পূরণ করতে বাড়ির কথা না ভেবে এখন এই সিদ্ধান্ত নিয়েছেন শ্রীনিপা।
যেহেতু মিঠাই এর সঙ্গেই শেষ বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন শ্রীনিপা, তাই এই কঠিন সমস্যা থেকে মোদক বাড়িকে বাঁচাতে এক দারুণ সিদ্ধান্ত নিয়েছেন মিঠাই অর্থাৎ সৌমিতৃষা। বর্তমানে মোদক পরিবারের জমজমাট অনুষ্ঠানের ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। তবে ভবিষ্যতে ঠিক কি হতে চলেছে, সেটাই এখন দেখার অপেক্ষায় মিঠাই অনুরাগীরা।