পূর্বাশা দাস: গত এক বছরের বেশি সময় ধরে করোনা অতিমারীতে একের পর এক মানবিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন বলি অভিনেতা সোনু সুদ। কখনও তিনি পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দায়িত্ব নিয়েছেন, কখনও দুঃস্থ-গরিব মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন, আবার কখনও করোনা চিকিৎসার জন্য অক্সিজেন সহ প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা করেছেন।
তাঁর কাজের মধ্যে দিয়েই ‘মসিহা’ হয়ে উঠেছেন সোনু। যখনই তিনি মানুষের বিপদ দেখেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কেউ সোশ্যাল হ্যান্ডেলে নিজের সমস্যার কথা তাঁকে জানালে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে সাহায্য করেছেন সোনু।
দেশজুড়ে তাঁর অগণিত ভক্তকূল তাঁকে নিয়ে গর্বিত। এবার অভিনেতার একজন অনুরাগী অবাক করে দিয়েছেন স্বয়ং সোনুকে। সুদূর হায়দ্রাবাদ থেকে খালি পায়ে হেঁটে মুম্বই এসেছেন ভেঙ্কটেশ নামের এক যুবক। স্বপ্নের নায়ক সোনুকে একবার ছুঁয়ে দেখতে চান তিনি।
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে এই ঘটনার কথা জানিয়ে সোনু লিখেছেন, “এই ছেলেটির নাম ভেঙ্কটেশ। ও সুদূর হায়দ্রাবাদ থেকে খালি পায়ে হেঁটে মুম্বই এসেছে আমার সঙ্গে দেখা করার জন্য। আমাকে ওঁর জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দেওয়ার সুযোগ পর্যন্ত দেয়নি। ওঁর এই কাজে আমি আপ্লুত এবং অনুপ্রাণিত।”
এর পাশাপাশি সোনু তাঁর ভক্তদের উদ্দেশ্যে আরও বলেছেন, “আমি চাইনা আর কেউ এভাবে আমার সঙ্গে দেখা করতে আসুক। সকলের জন্য রইল ভালোবাসা।” কার্যত অভিনেতা থেকে জননেতা হয়ে উঠেছেন সোনু সুদ।
তিনি বুঝিয়ে দিয়েছেন মানুষের জন্য কাজ করতে গেলে প্রয়োজন শুধু সদিচ্ছার। কোনও রাজনৈতিক দলের রঙ সেখানে গৌণ। সোনুর কাজে নেটিজেনরা মুগ্ধ, আপ্লুত। বারংবার নেট পাড়ার বাসিন্দারা কুর্নিশ জানিয়েছেন তাঁকে।