অ্যামাজন এর সিইও জেফ বেজোস এর প্রথম মুম্বই সফরে তিনি প্রকাশ্যে আনলেন ১৪টি নতুন বিষয়বস্তুর সঙ্গে অরিজিনাল টাইটেল এবং নতুন সিরিজ ও অন্যান্য পুরোনো পপুলার সিরিজের নতুন সিজন।
অ্যামাজন প্রাইম ভিডিও অরিজিনালস একটি প্রিভিউ ভিডিও রিলিজ করেছে যেটা শুরু হচ্ছে পরিচালক ও প্রযোজক কবির খানের ‘দ্য ফরগটেন আর্মি- ফর আজাদি’ এছাড়াও ১৩ টা আরো টাইটেল মুক্তি পেল।
তার মধ্যে আছে ‘দ্য লাস্ট আওয়ার’।
নতুন সিরিজ ‘বন্দিস ব্যান্ডিটস’, ‘দিল্লি’, ‘গরমিন্ট’ ‘সন্স অফ সয়েল’ এর মতো কিছু টাইটেলও দেখা যাচ্ছে ভিডিও প্রিভিউ তে। এছাড়াও পুরোনো পপুলার সিরিজের নতুন সিজন রয়েছে যেমন মির্জাপুর, ফোর মোর শটস প্লিজ, ব্রেথ, ইনসাইড এজ, দ্য ফ্যামিলি ম্যান।
এইসমস্ত নতুন সিজন এবং সিরিজ এর সঙ্গে যুক্ত রয়েছেন বেশ কিছু পরিচিত নাম যেমন কবির খান, আলি আব্বাস জফর, নিখিল আডবাণি, ফারহান আখতার এর মতো ব্যাক্তিত্ব। নতুন বছরে এই চমক নিয়ে আসতে চলেছে অ্যামাজন। রিলিজ হওয়া টাইটেল গুলির প্রিভিউ ভিডিও দেখেই দর্শকমহলে সারা ফেলেছে। এখন এটাই দেখার যে এই সিরিজগুলি এবং নতুন সিজনগুলি দর্শকদের কতখানি পছন্দ হয়।