কলকাতা: মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ৷ তা সত্বেও রোখা যায়নি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা৷ এরপরই প্রশ্নপত্র নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷ এই ঘটনায় শিক্ষামন্ত্রীর অভিযোগ, পরীক্ষা সুষ্ঠুভাবে না হওয়ার জন্য কিছু লোক পরিকল্পনা করে ব্যহত করার চেষ্টা করছে৷
পরীক্ষাকেন্দ্রে ফোন নিয়ে ঢোকা নিষিদ্ধ৷ তা সত্বেও পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে প্রশ্নপত্র ঘুরছে সোশ্যাল মিডিয়ায়৷ এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘পরীক্ষা প্রথম দিন থেকে অশান্তি তৈরি করার চেষ্টা চলছে৷ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্নপত্রকে সোশ্যাল মিডিয়ায় রেখে বিভ্রান্তি ছড়াচ্ছে একদল লোক৷’’
পরীক্ষায় কোনওরকম নিয়মভঙ্গ হলে সরকার বরদাস্ত করছে না বলেও দাবি করেন পার্থবাবু। তাঁর কথায়,”এখনও পর্যন্ত মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনের বিধি মেনে শাস্তি দেওয়া হবে। ভুয়ো রোল নম্বর নিয়ে পরীক্ষায় বসছে, এমন ছাত্রদেরও ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।”
প্রসঙ্গত, প্রশ্নপত্র ফাঁস রুখতে ৪২ টি ব্লকে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ মালদহ, কোচবিহার, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি সহ বেশ কিছু জেলাতে বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা৷ পাশাপাশি পরীক্ষার্থীরা কেউ স্মার্ট ফোন, ক্যালকুলেটর নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এমনকী স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না শিক্ষক-শিক্ষিকারাও।