কলকাতা: ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে বাস রুট নির্দিষ্ট করে দিয়েছে প্রশাসন৷ ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷ তার মধ্যেই ভাঙা শুরু হয়েছে টালা ব্রিজ৷ উত্তর কলকাতা ও শহরতলিতে কিছু কিছু স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে৷ সেই সমস্ত স্কুলে পরীক্ষার্থীদের যাওয়ার জন্য নির্দিষ্ট করা হয়েছে ছয়টি বাস রুট৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত আসার জন্য পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ রাস্তায় কোনো পরীক্ষার্থীর সমস্যায় পড়লে ট্রাফিক পুলিশের কন্ট্রোলরুমে যোগাযোগ করতে পারেন৷ এছাড়াও ফোন করতে পারেন এই কটি নম্বরে- ১০৭৩/৯৮৩৬৯৮৪৮১৪/০৩৩-২২৫০৫০৯৬/০৩৩-২২১৪৩৬৪৪৷
কিছুদিন আগেই পরীক্ষার্থীদের কথা ভেবে বিশেষ ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ৷ তারা এমনভাবে পরীক্ষাকেন্দ্রগুলি বিন্যাস করেছে, যাতে পরীক্ষার্থীদের ঘুরপথে যেতে না হয়৷ তাতে ভোগান্তির শিকার হতে হবে না পরীক্ষার্থীদের৷ কলকাতা পুলিশের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের বৈঠক হয়৷ সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ মাধ্যমিক পরীক্ষার সময়ে পড়ুয়াদের সুবিধার জন্য টালা ব্রিজের উপর অতিরিক্ত পুলিশ মোতায়ন থাকবে৷ তার কিছুদিন পরই শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷
সেই সব পরীক্ষার্থীদের জন্য থাকবে এই একই ব্যবস্থা৷ বিটিরোড সংলগ্ন এলাকায় কোন কোন এলাকায় স্কুল রয়েছে যেখানে পরীক্ষার সিট পড়েছে সেই সব তথ্য সংগ্রহ করে ইতিমধ্যেই ট্রাফিক সিস্টেম সাজানো শুরু হয়ে গিয়েছে৷