খাস ডেস্ক: কলকাতার আরজিকরের মত সরকারি হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ঝড় উঠেছে। এই আবহে দেশজুড়ে একাধিক ধর্ষণের ঘটনা সামনে আসছে। যে হারে ঘটনাগুলি ঘটছে তা সমাজের কাছে রীতিমত ভয়ের। এই রকমই আরও এক ঘৃণ্য ঘটনা সামনে এসেছে। দেশের আরও এক সরকারি হাসপাতালের চত্বরে ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, কর্ণাটকের চিক্কাবাল্লাপুর জেলার একটি সরকারি হাসপাতাল চত্বরে ৬৫ বছর বয়সী এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ২৫ বছরের যুবক যে নিজেই ওই হাসপাতালে চিকিত্সার জন্য এসেছিল। তাকে পুলিশ গ্রেফতার করেছে। জানা গিয়েছে, বুধবার দুপুর ২টোর দিকে এই ঘটনা ঘটে। ওই মহিলা গ্রাম থেকে হাসপাতালে এসেছিলেন বলেই জানা গিয়েছে। দেরি হয়ে যাওয়ায় কারণে তিনি হাসপাতালেই রাত্রিযাপন করার সিদ্ধান্ত নেন। বৃদ্ধা বুঝতে পারেননি এই সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়াবে। বৃদ্ধা হাসপাতাল চত্বরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। তাঁকে একা পেয়ে অভিযুক্ত ইরফান ধর্ষণ করে বলেই পুলিশ জানিয়েছে। সাহায্যের জন্য তার চিৎকার শুনে হাসপাতালের কিছু লোক ঘটনাস্থলে ছুটে এসে ওই মহিলাকে উদ্ধার করে। যারা ছুটে এসেছিলেন তাঁরাই অভিযুক্তকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে।
চিক্কাবল্লাপুরের পুলিশ সুপার কুশল চৌকসে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ” বৃদ্ধা চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। তিনি হাসপাতালের প্রাঙ্গনে ছিলেন। এই সময় একজন ব্যক্তি তাকে ধর্ষণ করে। অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক দৃষ্টিতে, এটি ধর্ষণের মতো মনে হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার (ধর্ষণ) ধারা ৬৪-এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।” তবে পুলিশকর্তা জানিয়েছেন অপরাধটি হাসপাতালের ভিতরে নয়, ক্যাম্পাসে ঘটেছে। ওই বৃদ্ধা বর্তমানে বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।