
কলকাতা: শিক্ষাঙ্গনে নিয়োগ কেলেঙ্কারির ধারা অব্যাহত৷ নিয়োগে দুর্নীতি মামলায় সোমবারই এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে সিবিআই (CBI) । কাকতালীয়ভাবে তারপরই রাতের অন্ধকারে কে বা কারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ‘নথি’ পোড়াল৷ নিজের টুইটার হ্যান্ডেল থেকে সেই ভিডিও শেয়ার করে বিস্ফোরক দাবি সামনে এনেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ তাঁর অভিযোগ, ‘‘উপাচার্যের গ্রেফতারের পরেই কেন বিশ্ববিদ্যালয়ের নথি পোড়ানো হল? কি ছিল ওই নথিতে? তাহলে কি আরও কোনও বড় দুর্নীতি রয়েছে৷ যা আড়াল করতেই এই পদক্ষেপ৷’’ পুরো ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি৷
বিশ্ববিদ্যালয় চত্বরে নথি পোড়ানোর চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করার পাশাপাশি নিজের টুইটার হ্যান্ডেলে বিজেপির রাজ্য সভাপতি সামনে এনেছেন একাধিক প্রশ্নও: ‘’উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে নথি জ্বালাতে দেখা যাচ্ছে কিছু ব্যক্তিকে। এই নথি জ্বালানোর উদ্দেশ্য কী কীসের তথ্য গোপন করতে কী কী নথি জ্বালিয়ে ফেলা হল উপস্থিত ব্যাক্তিদের মধ্যে গ্রেফতার হওয়া উপাচার্যও নেই তো? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। ঘটনার তদন্ত দাবি করছি।’ একই সঙ্গে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে আক্রমণ করে সুকান্তের দাবি, ‘তৃণমূল সরকারের হাতে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। এত লজ্জা বাঙালি রাখবে কোথায় ?’
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের অন্ধকারে নথি জ্বালাতে দেখা যাচ্ছে কিছু ব্যাক্তিকে। এই নথি জ্বালানোর উদ্দেশ্য কি? কিসের তথ্য গোপন করতে কি কি নথি জ্বালিয়ে ফেলা হলো?উপস্থিত ব্যক্তিদের মধ্যে গ্রেফতার হওয়া উপাচার্যও নেই তো, প্রশ্নটা কিন্তু থেকেই যায়।ঘটনার তদন্ত দাবী করছি। pic.twitter.com/2zZbtnimeZ
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) September 19, 2022
বস্তুত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের অন্ধকারে কে বা কারা কিছু নথি’ জ্বালাচ্ছে৷ কারা, কেন এই নথি জ্বালাচ্ছে তা নিয়েই আপাতত তোলপাড় রাজ্য রাজনীতি৷ সূত্রের খবর, বিষয়টি তদন্তকারীদের নজরেও এসেছে৷ বস্তুত, সোমবারই নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে সিবিআই৷ তারপরই এই নথি উদ্ধারের ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷
আরও পড়ুন: ছেলে মর্গে, সন্তানহারা বাবার অভিযোগ নিতে গড়িমসি পুলিশের
downloads: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor