বিভিন্ন OTT প্ল্যাটফর্মের শো নিজের তৈরি অ্যাপে দেখাতেন মাত্র ২৫ টাকায়, গ্রেফতার যুবক

0
24

আলিপুরদুয়ার: আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি মাসে বা বছরে একবার কয়েকশো টাকার সাবস্ক্রিপশন নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, ধারাবাহিক ও ওয়েব সিরিজ যেকোনও সময়ে দেখার ব্যবস্থা রয়েছে। তবে এই শোগুলিই অতিস্বল্প মূল্যের বিনিময় নিজের তৈরি অ্যাপে দেখিয়ে বেআইনিভাবে অর্থ উপার্জন করছে এক যুবক, এই অভিযোগ জানিয়েই অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে একটি নামী চ্যানেল।

আরও পড়ুন: Shantilal Mukherjee : বড়সড় প্রতারণা, একটা ক্লিকেই লক্ষ টাকা উধাও অভিনেতার

- Advertisement -

অভিযোগ, আলিপুরদুয়ারের বাসিন্দা সুদীপ সূত্রধর নিজের তৈরি অ্যাপে বিভিন্ন চ্যানেলের শো, সিনেমা, ধারাবাহিক ও ওয়েব সিরিজ এমনকি পাকিস্তানি চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান দেখা যেত। এর থেকেই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করত। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কুমারগ্রাম থানার পুলিশ। গত সোমবারই আটক করা হয় অভিযুক্ত সুদীপকে। তবে এত কম বয়সে অ্যাপ বানিয়ে কারবার চালাচ্ছিল, যা দেখে হতবাক তদন্তকারীরা। নামী চ্যানেলটির তরফে জানানো হয়েছে, এত কম টাকায় বিভিন্ন অনুষ্ঠান দেখানোয় চ্যানেলগুলির ক্ষতি হচ্ছিল। ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে আলিপুরদুয়ার জেলা সাইবার শাখা।

আরও পড়ুন: ‘শিবসেনা ক্ষমতার জন্য জন্মায়নি, ক্ষমতার জন্ম শিবসেনার জন্য’ বড় বার্তা উদ্ধব সেনাপতি সঞ্জয় রাউতের