
মালদহ: ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে মোটা অঙ্কের টাকার সুবিধা পাওয়া যাবে, এই লোভ দেখিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতারিত হওয়ার পর এক মহিলা টাকা চাইতে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলে।
আরও পড়ুন: কাশ্মীরে মোস্ট ওয়ান্টেড লস্কর কমান্ডার সহ দুই জঙ্গিকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা
অভিযোগ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে মোটা অঙ্কের টাকা ঢুকবে, গরীব দুঃস্থরা তিন দফায় এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়া যাবে। অ্যাকাউন্ট খোলার ৪২ দিনের মাথায় প্রথম দফার টাকা ঢুকবে। এই অফার এনে ব্যাঙ্কের বই করে দিতে অনেকের কাছ থেকে ৫৩০-১,৫০০ টাকা নেন অভিযুক্ত ফারুখ প্যাটেল। ফাঁদে পা দিয়েই চাঁচলের বহু খেটে খাওয়া বাসিন্দারা টাকা দিয়ে দেন। কিন্তু দেড় বছর কেটে গেলেও একটি টাকাও ব্যাঙ্কে আসেনি। এই কাজের জন্য এজেন্টদের নিয়োগ করেছিলেন ফারুখ। তারাও প্রতারিত হয়েছেন বলে অভিযোগ।
বছর ঘুরে গেলেও টাকা না আসায় ফারুখের মহিলা এজেন্ট রহিমা পারভিনকে চাপ দিতে থাকে হরিশচন্দ্রপুরের মিলনগড় গ্রামের গ্রাহকরা। অবশেষে বাধ্য হয়ে রহিমা মূল প্রতারকের বাড়িতে টাকা চাইতে যায়। মহিলা এজেন্টের অভিযোগ, তিনি বাড়িতে গেলেই তাঁকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এমনকি তাঁকে মারধর করে ব্যাগ ছিঁড়ে পালিয়ে যায় ফারুখ। টাকা ফেরতের দাবিতে মূল অভিযুক্তের বাড়ির সামনে ধর্নায় বসেন রহিমা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।
এই ঘটনায় তৃণমূলকে নিশানা করে বিজেপি বলে, শাসক দলের মদতে প্রতারণার চক্র বেড়ে চলেছে। একের পর এক চিটফান্ড তৈরি হচ্ছে। যদিও চাঁচল ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অমিতেশ পান্ডে বলেন, ‘প্রশাসনকে বলবো আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। বিজেপি যে অভিযোগ করছে তা ভিত্তিহীন। টর্চ দিয়ে খুঁজে যাদের পাওয়া যায় না তাদের অভিযোগ করা মানায় না। প্রশাসন আছে তদন্ত হবে।’