ভয়ঙ্কর, জমি-সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মৃত্যু এক মহিলা সহ ৩ জনের

0
29

খাস ডেস্ক: সম্পত্তি নিয়ে বিবাদের ঘটনা নতুন নয়। সেই  জমি-সমত্তি নিয়ে বিবাদের জেরে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হয়েছেন বেশকয়েকজন।

শনিবার বিহারের লাউখা থানার অন্তর্গত বিহারের সোহারওয়া গ্রামে  এই ঘটনাটি ঘটে বলেই পুলিশ জানিয়েছে। এক মহিলা সহ তিনজন প্রাণ হারিয়েছেন। মধুবনির এসপি সুশীল কুমার জানিয়েছেন, মৃতদের নাম নভাল কুমার, প্রভাস কুমার এবং বিজলি দেবী৷ এসপি জানিয়েছেন, “সাতজনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের খোঁজে অনুসন্ধান চলছে।”

- Advertisement -

আরও পড়ুন: আজ আপনার জীবনে কি বিশেষ কোনও পরিবর্তন ঘটতে চলেছে, এক নজরে দেখে নিন রাশিফল

তবে এই জমি নিয়ে বিবাদের জেরে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরিস্থিতি নতুন করে যাতে উত্তপ্ত না হয় সেই দিকেও পুলিশ নজর রাখছে।