বাগুইআটি কাণ্ডে সরানো হল আইসি কে, রিপোর্ট তলব ডিজির, যাচ্ছেন শুভেন্দু

0
45
Baguiati Murder

কলকাতা: বাগুইআটির জোড়া খুনের (Baguiati Murder) ঘটনায় ক্রমেই তেতে উঠছে রাজ্য রাজনীতির আবহ৷ মর্গে কিভাবে ১৪ দিন পড়ে রইল জোড়া দেহ? এই প্রশ্নের সদুত্তর এখনও মেলেনি৷ এরই মাঝে ক্রমেই স্পষ্ট হচ্ছে পুলিশি গাফিলতির অভিযোগ৷ সূত্রের খবর, যার জেরে ইতিমধ্যেই বাগুইআটি থানার আইসিকে সরানোর প্রক্রিয়া শুরু হল৷ একই সঙ্গে পুরো ঘটনার পুঙ্খানপুঙ্খ রিপোর্ট তলব করেছেন ডিজি মনোজ মালব্য৷ ছাত্র খুনের ঘটনায় সোমবার থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে সিপিএম ও বিজেপি৷ এরই মাঝে আজ ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সবমিলিয়ে বাগুইআটির জোড়া খুনের ঘটনায় ফের বড়সড় প্রশ্নের মুখে রাজ্যের আইনি শাসন৷

নিহত দুই পড়ুয়ার নাম অভিষেক নস্কর এবং অতনু দে৷ তদন্তে নেমে পুলিশের কর্তারা জানতে পেরেছেন, নিখোঁজ দুই পড়ুয়াকে গত ২২ আগস্ট বাসন্তী হাইওয়েতে খুন করা হয়। তারপরে ‘বেওয়ারিশ লাশ’ হিসেবেই টানা দু’সপ্তাহ দেহ দুটি পড়েছিল বসিরহাটের মর্গে৷ অথচ পুলিশের কাছে সেই সংক্রান্ত কোনও খবরই ছিল না৷ প্রশ্ন উঠছে, দু’জন পড়ুয়া নিখোঁজ হওয়ার পরও পুলিশ কি আদৌ সক্রিয়ভাবে তদন্ত শুরু করেছিল? ইতিমধ্যে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ এনেছেন নিহত দুই পরিবারের সদস্যরা৷

- Advertisement -

তারপরই নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশ৷ ইতিমধ্যে পুরো ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন ডিজি৷ গোটা ঘটনায় বাগুইআটি থানার পুলিশি গাফিলতি যেভাবে সামনে আসছে তাতে কড়া শাস্তির ইঙ্গিতও ক্রমেই স্পষ্ট হচ্ছে। আইনের শাসন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে৷ বিজেপি এবং সিপিএমের দফায় দফায় বিক্ষোভের মাঝেই আজ ঘটনাস্থলে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ফলে বাগুইআটি কাণ্ডে (Baguiati Murder) রাজ্য রাজনীতি আবারও তোলপাড় হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷

আরও পড়ুন: গম পাচারের পরের দিনই এফসিআই গোডাউনে চালকের কানকাটা দেহ, চাঞ্চল্য

downloads: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor