
খাস ডেস্ক: এক ৮ বছরের শিশুর গোপনাঙ্গে নাইলন সুতো বাঁধার অভিযোগে পড়ুয়াদের গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি নিউ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুলের। শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: বাংলার রাজনীতিতে কথার মধু ঝরছে, ভাবখানা এমন- মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না
পুলিশ সূত্রে খবর, ৮ বছরের শিশুটি অটল আদর্শ স্কুলের ছাত্র। তাঁর সহপাঠীদের একটি গ্রুপ তাকে প্রায়ই বিরক্ত করত। তার গোপনাঙ্গে নাইলন সুতো বেঁধে দেয়। গত বুধবার পড়ুয়া স্নান করতে গেলে বিষয়টি বাবা-মায়ের চোখে পড়ে যায়। এরপর তাঁদের সমস্ত কথা খুলে বলে শিশুটি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে শিশুটির সঙ্গে কথা বলে। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত পড়ুয়াদের এখনও শনাক্ত করা যায়নি। স্কুলে গিয়েও খোঁজ শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। শিশুটির উপর র্যাগিং চলত বলেই অনুমান পুলিশের। যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে এ নিয়ে কোনও মন্তব্যব পাওয়া যায়নি।
আরও পড়ুন: মাতৃবিয়োগের মাঝেই রাজধর্ম পালন, পন্থের মাকে ফোন করে কী বললেন প্রধানমন্ত্রী