
হাওড়া: ন্যাক্কারজনক! নিখোঁজ তিন কুকুরের (Missing Dogs) মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। কয়েকজন স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ, তেতে উঠছে তিলজলা, সাত বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ
জানা গিয়েছে, হাওড়ার (Howrah) শালিমার তিন নম্বর গেট এলাকায় একটি আবাসনের সামনেই দীর্ঘদিন ধরে কয়েকটি কুকুর থাকত। তাদের মধ্যে তিনজনকে আচমকাই নিখোঁজ হয়ে যায়। আবাসনের পশুপ্রেমী বাসিন্দারা খোঁজ শুরু করে। অবশেষে জাতীয় সড়কের ধারে ঝোপ থেকে তিনটি কুকুরের মৃতদেহ উদ্ধার হয়। তাদের পা ও মুখ বাঁধা ছিল।
অভিযোগ, এলাকার ওই অভিজাত আবাসনের কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবেই কুকুরগুলিকে খুন করেছে (Allegation of Murder)। বি গার্ডেন থানায় (B Garden Police Station) ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত হবে বলেই খবর।
আরও পড়ুন: Firhad Hakim on Recruitment Scam: উদয়নের পথেই ববি, ঘুরপথে মেনে নিলেন বাম আমলের ‘চিরকুট রহস্য’