
কলকাতা: রামপুরহাটের বগটুই গ্রামের নৃশংস গণহত্যার (Bogtui massacre) ঘটনায় আগেই ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই৷ সোমবার ওই মামলার সাপ্লিমেন্টারি চার্জশিটে আরও আট অভিযুক্তের নাম যুক্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
স্থানীয় সূত্রের খবর, এই মামলায় সিবিআই নতুন করে যে আটজনের নাম এনেছে, এরা সকলেই স্থানীয়ভাবে শাসকদলের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত৷ এরা হলেন, বিকির আলি, নূর আলি, শের আলি, আসিফ সেখ, জোসেফ হোসেন, জামিরুল সেখ, খইরুল শেখ এবং বুলু সেখ ওরফে ডলার৷ বস্তুত, চলতি বছরের ২১মার্চ বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে দুষ্কৃতীদের বোমা বিস্ফোরণে খুন হন তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ৷
ওই ঘটনার পর ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বগটুই গ্রাম এবং আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভাদু শেখের অনুগামীরা পাল্টা তাণ্ডব শুরু করে বলে অভিযোগ৷ একাধিক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ জড়িয়ে দেওয়া হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজনের৷ চার জন গুরুতর দগ্ধ হয়। পরবর্তীতে, তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়৷ আদালতের নির্দেশে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে৷ তদন্তে নেমে তারাপীঠ থেকে তৃণমূলের তৎকালীন ব্লক সভাপতি আনারুল শেখকে গ্রেফতার করে পুলিশ৷
ওই মামলায় সিবিআইয়ের তরফে আগেই ১৬ জন অভিযুক্তের নামে আদালতে চার্জশিট পেশ করা হয়েছিল৷ এদিন আরও আট অভিযুক্তের নাম সাপ্লিমেন্টারি চার্জশিটে এনেছে সিবিআই৷ ফলে বগটুই গণহত্যা মামলাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় রাজনীতিতে৷ যদিও এই বিষয়ে (Bogtui massacre) শাসকদলের কোনও নেতার প্রতিক্রিয়া মেলেনি৷
আরও পড়ুন: ওডিশায় দুর্ঘটনার জের, ভোগান্তিতে যাত্রীরা, বাতিল দূরপাল্লার একাধিক ট্রেন