মুম্বই: শিউরে ওঠার মত ঘটনা। ১১ বছরের কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে। প্রধান অভিযুক্ত, নাবালক, আরও পাঁচজনকে আটক করা হয়েছে। চমকে ওঠার মত বিষয় হল অভিযুক্তদের মধ্যে একজন মহিলা রয়েছেন।
মহারাষ্ট্রের থানে জেলার অম্বরনাথে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের মধ্যে চারজন নাবালক এবং একজন মেয়ে। পুলিশ বলেছে যে ১১ বছর বয়সী মেয়েটি অম্বরনাথ শহরে ছিল যখন অভিযুক্ত মেয়েটি তাকে একটি নিকটবর্তী এলাকায় তার সাথে যাওয়ার কথা বলে। সেখানেই অন্য অভিযুক্তরা অপেক্ষা করছিল। ওই জায়গায় নিয়ে গিয়ে প্রথমে অভিযুক্তরা নাবালিকাকে একটি অটোরিকশায় ধর্ষণ করে। পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন ওই তরুণী। অভিযুক্তরা মেয়েটিকে হুমকি দিয়েছিল যে কারও সঙ্গে এই নির্যাতনের বিষয়ে সে যেন কথা না বলে। কিন্তু সে পালিয়ে বাড়িতে পৌঁছাতে সক্ষম হয় এবং তার বাবা-মাকে ঘটনার কথা জানায়।
নতুন ফৌজদারি কোড, ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একটি ধর্ষণের মামলা নথিভুক্ত করা হয়েছে এবং যৌন অপরাধ থেকে শিশুদের কঠোর সুরক্ষা (পকসো) আইন দায়ের করা হয়েছে। অম্বরনাথ থানার পরিদর্শক জগন্নাথ কালস্কর বলেছেন, দুই প্রাপ্তবয়স্ক অভিযুক্তকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে এবং নাবালক অভিযুক্তকে একটি হোমে পাঠানো হয়েছে।