স্পোর্টস ডেস্ক: সাদা বলের ক্রিকেটে ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার যুবরাজ সিং। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ বিশ্বকাপ জয়ের প্রধান কারিগর। আরও একবার সেই যুবরাজের কেরিয়ার ধ্বংস করার জন্য ধোনিকে দায়ী করলেন যুবির পিতা যোগরাজ সিং। তিনি জানাচ্ছেন, এজন্য কখনওই ক্যাপ্টেন কুলকে ক্ষমা করতে পারবেন না।
আরও পড়ুন: চেয়ারম্যান জয় শাহ চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে দেবেন পাকিস্তান থেকে?
এই প্রথম নয়। এর আগেও বহুবার ছেলের কেরিয়ার ধ্বংস করার দোষে ধোনিকে দুষ্ট করেছেন যোগরাজ। তাঁর মতে, ছেলে যুবরাজ আরও কয়েক বছর অনায়াসে খেলতে পারতেন। কিন্তু সেটা ধোনির জন্যই সম্ভব হয়নি। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে এহেন মন্তব্য করেছেন ভারতের হয়ে একটি টেস্ট খেলা যোগরাজ।
তাঁর কথায়, “ধোনি বড় ক্রিকেটার তাতে সন্দেহ নেই। ওর অবদানের জন্য সেলাম করি ওকে। কিন্তু আমার ছেলের সঙ্গে যা করেছে তা ক্ষমার অযোগ্য। পুরোটাই এখন পরিষ্কার।” ব্যখ্যা দিয়েছেন, “গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহবাগরাও বারবার বলেছেন, আরেকটা যুবরাজ কোনওদিনই আসবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ও আরও ৪-৫ বছর অনায়াসে খেলতে পারত।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
যুবরাজ যেমন ভারতের জোড়া বিশ্বজয়ের কারিগর, অন্যদিকে তাঁকে ক্রিকেটার বানানোর কারিগর বাবা যোগরাজ-ই। তিনি বলেন, “ধোনির উচিত নিজের মুখটা আয়নায় দেখা। ও আমার ছেলের কেরিয়ার শেষ করে দিয়েছে।” আরও বলেন, “ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছে ও। তাই ওকে ভারতরত্ন দেওয়া উচিত।”