স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে অনবদ্য যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। প্রথম টেস্টের প্রথম ইনিংসে কঠিন সময়ে ৫৬ রান করে দলকে টেনে তুলেছিল তাঁর ব্যাট। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টে কানপুরেও সমানভাবে উজ্জ্বল তিনি। ওপেনিংয়ে জোগাচ্ছেন ভরসা। প্রথম ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি মিস হলেও তাঁর ব্যাট থেকে আসা ঝোড়ো ৫১ বলে ৭২ রানের সুবাদে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং “গৌতিবল।“ ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল তাড়াতাড়ি রান তোলার। সেই ভঙ্গীতেই চাহিদামত ব্যাট করে গিয়েছেন জয়সওয়াল। দ্বিতীয় ইনিংসেও থামেননি তিনি। মাত্র ৯৫ রান তাড়া করতে নেমে ৪৫ বলে ৫১ রান করে ভারতের জয় তরান্বিত করেন তিনি। আর সঙ্গত কারণেই ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন এই তরুণ বাঁহাতি ওপেনার। সঙ্গে সুনীল গাভাস্কারকে ছাপিয়ে নয়া নজিরও গড়লেন তিনি।
আরও পড়ুন:রোহিতরা রোজ বাঁচাবেন না, কানপুর থেকে শিক্ষা নিয়ে নিয়মে বদল আনুক আইসিসি
২৩ বছর হওয়ার আগে একটি বছরে টেস্ট ক্রিকেটে একজন ভারতীয় ব্যাটারের করা সর্বাধিক রানের রেকর্ড ছিল গাভাস্কারের। ১৯৭১ সালে ৯১৮ রান করেছিলেন তিনি। যা এতদিন অক্ষুণ্ণ ছিল। কিন্তু মাত্র ২২ বছর ২৭৮ দিন বয়সে মঙ্গলবার এই রেকর্ড ভেঙে দিয়েছেন জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ২০২৪ শেষ হওয়ার আগেই তাঁর ঝুলিতে এসে গিয়েছে ৯২৯ রান। এখনও ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ ও অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার সিরিজ বাকি আছে। ফলে আরও অনেক রান আসতেই পারে তার ব্যাট থেকে এবং এই নয়া রেকর্ডের মালিক যে তিনি অনেকদিন ধরে থাকবেন তা বলাই বাহুল্য।
তবে শুধু লিটল মাস্টারই নন, এদিন বীরেন্দ্র সেহয়াগকেও ছুঁয়ে ফেলেছেন জয়সওয়াল (Yashasvi Jaiswal)। কোনও ভারতীয় ব্যাটসম্যানের ১০০ বা তার বেশি স্ট্রাইক রেটে এক টেস্টের দুই ইনিংসে পঞ্চাশের বেশি স্কোর করার নজির এতদিন ছিল বীরুর। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ফিরোজ শাহ কোটলাতে এই রেকর্ড গড়েছিলেন তিনি। দুই ইনিংসে তাঁর স্কোর ছিল যথাক্রমে ৫৫(৪৬) ও ৫৫(৫৫)। আর এদিন দ্বিতীয় ভারতীয় হিসেবে এই ক্লাবে প্রবেশ করলেন যশস্বী।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/khaskhobor2020/
এই বছর এখনও অবধি ৮ টি টেস্ট খেলেছেন যশস্বী। ৬৬.৩৫ গড়ে করেছেন ৯২৯ রান। যার মধ্যে রয়েছে ২ টি সেঞ্চুরি ও ৬ টি হাফ সেঞ্চুরি। ওপেনিংয়ে তাঁর ব্যাট ঝড় তুলছে নিয়মিত। আসন্ন সিরিজগুলিতে ‘ইয়াশবল’ আরও একাধিক রেকর্ড ভাঙুক-গড়ুক এমনটাই চাইছে ভারতীয় সমর্থককুল।