স্পোর্টস ডেস্ক: সদ্য টি-২০ বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে তিনি টেস্ট এবং ওয়ানডেতে খেলা চালিয়ে যাচ্ছেন। কিন্তু জানেন কি দু’বছর আগেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক? কেন সেই সিদ্ধান্ত বদলালেন সে রহস্যই এবার উন্মোচন করলেন তিনি।
আরও পড়ুন: পাকিস্তানে সিরিজ জিতে দেশেই ফিরলেন না খুনের মামলায় অভিযুক্ত শাকিব
রবিন উত্থাপ্পার সঙ্গে একটি অনুষ্ঠানে সম্প্রতি ২০২২ এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরানের ইনিংসের কথা তুলে ধরেছেন কোহলি (Virat Kohli)। জানিয়েছেন, এই শতরানই তাঁর মত বদলের কারণ। নয়ত তিনি ঠিকই করে ফেলেছিলেন, এশিয়া কাপের পরই অবসর নিয়ে নেবেন। উল্লেখ্য, এই প্রতিযোগিতার আগে রানের খরা ছিল কিং কোহলির ব্যাটে।
আফগানিস্তানের বিরুদ্ধে আড়াই বছর পর আন্তর্জাতিক শতরানের পরই ফ্লাডগেট খুলে যায়। এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এক অতিমানবীয় ইনিংসে জয় এনে দেন দেশকে। পরের বছর ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহক সেইসঙ্গে ম্যান অব দ্যা টুর্নামেন্ট। এই বছর আইপিএলে কমলা টুপির মালিকানা আর তারপর গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্মে না থাকলেও ফাইনালে ম্যাচের সেরা।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে শতরানের আগে পরিস্থিতি ছিল একেবারেই অন্যরকম। ব্যাটিং টেকনিকে কোনও সমস্যা হচ্ছিল না। কোহলি (Virat Kohli) ভুগছিলেন মানসিক সমস্যায়। তাঁর কথায়, “ওই এশিয়া কাপের আগে আমার মানসিক অবস্থা একেবারেই আলাদা ছিল। সবকিছু ছেড়ে দিয়েছিলাম আমি। আমি তাই একবার শেষ চেষ্টা করতে চেয়েছিলাম। ব্যর্থ হলে খেলা ছেড়ে দিতেও প্রস্তুত ছিলাম।” এর সঙ্গেই যোগ করেন, “ওই শতরান আমার ওপর চাপ কমিয়ে দেয়। এরপর থেকেই মাথা ঠাণ্ডা রেখে খেলার চেষ্টা করি।”