টাকা থেকে ক্রিকেটারদের দূরে রাখতেই আইপিএলে সানিয়া, জানাচ্ছেন নিজেই

0
35
sania-mirza-shared-an-emotional-post-on-social-media-withdrawn-her-name-from-us-open

বিশ্বদীপ ব্যানার্জি: নিঃসন্দেহে ভারতীয় টেনিসের কিংবদন্তি বলা যায় তাঁকে। কিন্তু সানিয়া মির্জাকে এবারে টেনিস নয় বরং দেখা যেতে চলেছে ২২ গজের দুনিয়ায়। আসন্ন প্রমীলা আইপিএলে সানিয়াকে মেন্টর নিযুক্ত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। মেন্টর হিসেবে তাঁর কাজ কী হবে, এবারে তা-ই জানালেন ৩৬ বছর বয়সী ৬টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন।

আরও পড়ুন: জীবনভর শোয়েব আখতার এত ইঞ্জেকশন নিয়েছেন যে এখন ভাল করে হাঁটতে পারেন না

- Advertisement -

সানিয়ার স্বামী শোয়েব মালিক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। কিন্তু গিন্নী ক্রিকেট মাঠে এই প্রথম পা রাখতে চলেছেন। স্বভাবতই তাঁর ভূমিকা কী হতে চলেছে, তা নিয়ে বাড়ছিল কৌতূহল। অবশেষে স্বয়ং সানিয়া-ই জানিয়ে দিলেন নিজের ভূমিকা। আইপিএলের রঙিন দুনিয়ায় এসে অনেক অল্পবয়সী ক্রিকেটারের মাথা-ই ঘুরে যেতে পারে। যাতে তেমনটা না হয়, সে দায়িত্ব-ই নিতে চলেছেন সানিয়া।

দুবাই ডিউটি ফ্রি ফ্রি চ্যাম্পিয়নশিপে প্রমীলা ডাবলস বিভাগের প্রথম রাউন্ডে হেরেই বিদায় নিয়েছেন সানিয়া। সেই সঙ্গে তাঁর কেরিয়ারের ইতি-ও ঘটে গিয়েছে। এরপর তিনি বলেন, “ক্রিকেটের সঙ্গে আমার সরাসরি সম্পর্ক না থাকলেও আইপিএলে কাজ করতে ভাল লাগবে। অল্পবয়সী মেয়েদের কাছে টাকা থাকে না। অনেকেরই অবস্থা বিশেষ ভাল হয় না। অথচ ওদের নিয়ে লক্ষ লক্ষ মানুষের আশা রয়েছে। ওদের অনেককেই কখনও টেলিভিশনে দেখা যায়নি। অনেকে কখনও বিজ্ঞাপনের কাজ করেনি। ফলে ক্রিকেট থেকে ফোকাস সরে যেতে পারে ওদের।” যোগ করেন, “তাই আমার লক্ষ্য থাকবে যাতে টাকার গন্ধ পেয়ে ওদের মাথা না ঘুরে যায়।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

পাশাপাশি সানিয়া জানাচ্ছেন, তিনি তরুণী ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করতেও আগ্রহী। বলেন, “নিজের অভিজ্ঞতা ভাগ করে নেব। যাতে উপমহাদেশে মহিলাদের খেলার উন্নয়ন ঘটে।” আরও বলেন, “ওদের অনেককেই আগে প্রত্যাশার চাপ তেমন সামলাতে হয়নি। কিন্তু এবার হবে। আমার অভিজ্ঞতা ভাগ করে নিলে ওরা হয়ত কিছুটা সুবিধা পাবে।”