28 C
Kolkata
Tuesday, October 8, 2024
Home ক্রিকেট এবারেই বোঝা যাবে আসলে চোকার্স কে

এবারেই বোঝা যাবে আসলে চোকার্স কে

বিশ্বদীপ ব্যানার্জি: চোকার্স। অর্থাৎ চোক করে মানে আটকে যায় যে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে বলা হয় সর্বকালের সেরা চোকার্স। তবে চোকার্স হিসেবে আজ ভারতও নেহাত পিছিয়ে নেই। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে হেরে প্রথমবারের মত ‘চোকার্স’ আখ্যা পেয়েছিল সৌরভের দল। বিগত ১০ বছরে তকমাটা গায়ের সঙ্গে পুরোপুরি সেঁটে গিয়েছে।

- Advertisement -

গত এক দশকে মোট ৯ বার নকআউটে গিয়ে মুখ পুড়েছে টিম ইন্ডিয়ার। যার মধ্যে ৫টিই ফাইনাল। শনিবার আবার একটি ফাইনাল। আর এবারে প্রতিপক্ষ আরেক চোকার্স দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ ম্যাচের ফলাফল যাই হোক না কেন, যার হাতেই দিনের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি উঠুক, এক দলের নামের পাশে চোকার্স তকমাটি মুছে যেতে চলেছে। আর অন্য দলটি আরও একবার হাতেগরম প্রমাণ দেবে, সত্যিই তারা চোকার্স।

আরও পড়ুনঃ জীবন সকলকে দ্বিতীয় সুযোগ দেয় না, রোহিত

- Advertisement -

১৯৯৮ সালে হ্যান্সি ক্রোনিয়ের নেতৃত্বে আইসিসি নক আউট ট্রফি জিতলেও প্রোটিয়ারা যে চোকার্স সে বিষয়ে কোনো দ্বিমত-ই নেই। যদিও তাদের চোকিং শুরু হয়েছিল অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে। ১৯৯২ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে কুখ্যাত ‘রেইন রুলে’র কারণে বিদায় নিতে হয় দক্ষিণ আফ্রিকাকে। এরপর ১৯৯৯ বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাই করে তারা। কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুসারে যেহেতু অজিরা তাদের গ্রুপ লিগের ম্যাচে হারিয়েছিল, তাই বিদায় নিতে হয়। এরপর অবশ্য লাগাতার আইসিসি টুর্নামেন্টের নকআউটে দৃষ্টিকটুভাবে চোক করে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে উল্লেখযোগ্য ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ২৪ ওভারে ১০৮/২, এই অবস্থা থেকে মাত্র ২২২ রানও তাড়া করতে পারেনি।

South Africa Cricket Team

বার্বাডোজের বারবেলাতেও এই অতীতগুলো দুঃস্বপ্নের মত এইডেন মার্করামদের তাড়া করতেই পারে। বিশেষ করে, যদি তাদের পরে ব্যাট করে রান তাড়া করতে হয়। কারণ, শুধু আইসিসি প্রতিযোগিতায় নয়, দ্বিপাক্ষিক সিরিজেও রান তারা করতে গিয়েই সমস্যায় বেশি পড়ে দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপেও এর অন্যথা ঘটেনি। প্রাথমিক পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১০৪ তাড়া করতে নেমে ৬ উইকেট খুইয়েছিলেন মার্করামরা।

- Advertisement -

রোহিত শর্মা

ভারতের বিরুদ্ধে ফাইনালেও একই ঘটনা ঘটবে কি? রোহিত শর্মা যে টসে জিতলে প্রথমে ব্যাট করে নিতে চাইবেন, সে কথা এখন থেকেই বলে দেওয়া যায়। ফাইনালের মত মঞ্চে সব দলই চায় স্কোরবোর্ডে রান তুলে প্রতিপক্ষকে চাপে রাখতে। একে বলে, স্কোরবোর্ড প্রেসার। তাছাড়া প্রথমে ব্যাট করে ১৭০-৮০ তুলে ফেলা তারপর বিপক্ষের ব্যাটসম্যানদের বিরুদ্ধে বুমরাহ্-অক্ষরদেরকে লেলিয়ে দেওয়া, এটাই চলতি বিশ্বকাপে টিম রোহিতের ফর্মূলা।

খাস খবর ফেসবুক পেজের লিংকঃ https://www.facebook.com/share/utMoUiiv31FCHMCN/?mibextid=qi2Omg

তবে নকআউটে চোকার্সদের বিরুদ্ধেও রেকর্ড খুব একটা আশাপ্রদ নয় মেন ইন ব্লু’র। নিউজিল্যান্ড আজ অবধি মাত্র দুটি আইসিসি টুর্নামেন্ট জিতেছে। দুবারই ফাইনালে প্রতিপক্ষ ছিল ভারত। এছাড়া আর যতবার ফাইনাল খেলেছে কিউইরা, একবারও ট্রফি ছুঁতে পারেনি তারা। তাছাড়া দক্ষিণ আফ্রিকা চোকার্স হলেও এবারের দলটিকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, দেশের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনিই। ২০১৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন। অর্থাৎ সবমিলিয়ে বার্বাডোজের ফাইনালের আগে চাপে থাকবে দুই দলই। কারা নিজেদের নার্ভ শেষমুহূর্ত পর্যন্ত ধরে রাখতে পারে, হবে তারই পরীক্ষা।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

AFC Champions League 2 -এর ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান

স্পোর্টস ডেস্ক: ইরানে খেলতে যাচ্ছেনা মোহনবাগান সুপার জায়ান্টস। নিরাপত্তার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল অর্থ্যাৎ ২ অক্টোবর ইরানের তাবরিজ শহরে এএফসি চ্যাম্পিয়ন্স...

খবর এই মুহূর্তে

সন্দীপদের এবার জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি, জিজ্ঞাসাবাদ চলবে তাঁর দুই সঙ্গীকেও

খাসডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষদের (sandip ghosh) জেলে গিয়ে জেরা করতে চায় ইডি (ED)। সেই মোতাবেক আদালতে জানানো হয়েছিল আবেদন। এবার সেই আবেদন...

পড়ল পোস্টার, ঘোষণা হল পুরস্কারও, নাবালিকা নিখোঁজে মহিষমারির ‘উল্টো’ ভূমিকায় নিউটাউন পুলিশ

পলাশ নস্কর, নিউটাউন:  বাবার কাছে বকুনি খেয়ে ১০ বছরের মেয়েটি বাড়ি ছেড়েছিল গত ২৮ শে সেপ্টেম্বর। অভিযোগ তারপর থেকেই বেপাত্তা। ওইদিন নাবালিকা মেয়েটি তার বাবা...

এই পুজোতেও জেলের ওপারে, বাঙালির মহোৎসবে জেল মুক্তির সম্ভাবনা কম পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদদের

খাসডেস্ক: কলকাতা হাইকোর্টে (KOLKATA HIGH COURT) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) জামিনের শুনানি শেষ হল। পুজোর পর রায় দানের...

পঞ্চমী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা গিয়েছে বেশ কিছু জেলায়। আর এই বৃষ্টি চিন্তায় ফেলছে সাধারণ মানুষদের। পুজোয়...