স্পোর্টস ডেস্ক: ভারতীয় টপ অর্ডার দিশেহারা। সৌজন্যে তরুণ বাংলাদেশি পেসার হাসান মাহমুদ (Hasan Mahmud)। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত টিম ইন্ডিয়া ৫ উইকেট খুইয়েছে। তার মধ্যে ৪ টিই মাহমুদের ঝুলিতে। মেঘলা পরিবেশ এবং আর্দ্রতায় ভরা সারফেসে তাঁর বোলিংয়ের সামনে কার্যত যেন থই-ই খুঁজে পাচ্ছিলেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
আরও পড়ুন: রোহিত-কোহলি নয়, দলের শুধু একজনকেই যথেচ্ছ স্বাধীনতা দেবেন গুরু গম্ভীর
পরিবেশ-পরিস্থিতি দেখে টসে জিতে এদিন স্বাগতিকদের প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই ভারতীয় ওপেনারদের সমস্যায় ফেলেন মাহমুদ (Hasan Mahmud)। ক্রমেই একে একে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা (৬) , শুভমন গিল (০), বিরাট কোহলি (৬) এবং ঋষভ পন্থ (৩৯)। চারজনই উইকেটের পিছনে নয়ত স্লিপে খোঁচা দিয়ে আউট হয়েছেন।
মাহমুদের ঘাতক বোলিংয়ে স্কোর তিন অঙ্কে পৌঁছনোর আগেই চার মহারথীকে খুইয়ে বসে ভারত। অবশ্য এই প্রথম নয়। সদ্য পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে এসেছে পদ্মাপারের দল। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ২-০ করতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন হাসান মাহমুদ (Hasan Mahmud)। ৪৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
১৯৯৯ সালে চট্টগ্রামের লক্ষ্মীপুরে জন্ম ডানহাতি মিডিয়াম পেসার হাসান মাহমুদের। চলতি চেন্নাই টেস্টের আগে ৩ টেস্টে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি। অন্যদিকে তিনি দেশের হয়ে খেলেছেন ২২ টি একদিনের ম্যাচ এবং ১৮ টি টি-টোয়েন্টি ম্যাচও। উইকেট সংখ্যা যথাক্রমে ৩০ এবং ১৮। এছাড়া হাসান মাহমুদ ছিলেন ২০১৯ সালে নেপালে আয়োজিত সাউথ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে সোনাজয়ী বাংলাদেশ দলের অন্যতম সদস্য।