বিশ্বদীপ ব্যানার্জি: গ্যারি কার্স্টেন দেশের মাঠে ভারতকে ২০১১ বিশ্বকাপ জিতিয়েছিলেন। ১৩ বছর বাদেও কি তাঁর কারণেই বিশ্বকাপ জিতে নিল টিম ইন্ডিয়া? শনিবার বার্বাডোজে রোহিতরা দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ শিরোপা জিতে নেওয়ার পর উঠে আসছে এমনই অবিশ্বাস্য এক তথ্য।
আরও পড়ুনঃ যুবরাজের রেকর্ড ছুঁয়ে টি-টোয়েন্টিকে বিদায় বিরাটের, সঙ্গ নিলেন রোহিত
এর আগে ২০১৩ সালে শেষবার আইসিসি ট্রফি জিতেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ইংল্যান্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় তারা। এরপর ১১ বছর লেগে গেল দ্বিতীয় আইসিসি ট্রফি আসতে। সেটা কি সম্ভব হল ২০১১ বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কার্স্টেনের পদক্ষেপের কারণেই? হ্যাঁ তথ্য, ঘাঁটলে এমন কথা মনে হতে পারে বৈকি।
তথ্য বলছে, আজ পর্যন্ত গ্যারি কার্স্টেন যতবারই কোনও দেশের জাতীয় দলের কোচ হয়েছেন, তাঁর কোচিংয়ের সময়কালে ভারত অন্তত একটি হলেও আইসিসি ট্রফি জিতেছে। ২০১১ বিশ্বকাপে তো খোদ সচিন, যুবরাজ, ধোনিদেরই প্রশিক্ষক ছিলেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটার। এরপর ২০১১ থেকে ১৩ সাল পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকার দায়িত্ব সামলেছেন। আর এই সময়ের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী হয় মেন ইন ব্লু।
খাস খবর ফেসবুক পেজের লিংকঃ https://www.facebook.com/share/UqF1b7TViFyvfPhN/?mibextid=qi2Omg
এরপর দীর্ঘ একটা সময় কোনও জাতীয় দলের কোচের ভূমিকায় দেখা যায়নি কার্স্টেনকে। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবতীর্ণ হয়েছিলেন পাকিস্তানের কোচ হিসেবে। যদিও তাঁর প্রশিক্ষণের অধীনে পাকিস্তান মোটেই ছাপ ফেলতে পারেনি এবারের টুর্নামেন্টে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে প্রাথমিক পর্ব থেকেই বিদায় নিতে হয় বাবর আজমদের। কিন্তু ভারতের জয়ের ধারা কিন্তু ফিরে এল কার্স্টেনের কোচ হওয়ার সঙ্গে সঙ্গেই। যেন কতকটা তাঁর হাত ধরেই।