স্পোর্টস ডেস্ক: ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা চেন্নাইয়ে। কিন্তু তাতে বাধ সাধছে হিন্দু মহাসভা। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে তারা খেলা বানচাল করার হুমকি দিয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফেও জানিয়ে দেওয়া হল, দ্বিতীয় টেস্ট কানপুরেই (Kanpur Test) হবে। মাঠ বদলের প্রশ্নই ওঠে না।
আরও পড়ুন: ভারতে জন্ম নেওয়া বিরাট কোহলি আসলে অস্ট্রেলিয়ান, জানালেন স্টিভ স্মিথ
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। যার প্রথম খেলা হবে চেন্নাইয়ে। এরপর কানপুরে সিরিজের দ্বিতীয় তথা অন্তিম টেস্ট (Kanpur Test)। হিন্দু মহাসভা সেই ম্যাচ বানচাল করে দেওয়ার হুমকি দেওয়ায় জল্পনা শুরু হয় বোর্ড হয়ত ম্যাচটি অন্যত্র সরিয়ে নিয়ে যেতে পারে। তবে বিসিসিআই জানিয়ে দিল, হিন্দু মহাসভার হুমকিকে ভয় পাচ্ছে না তারা।
জানা যাচ্ছে, কানপুরে দ্বিতীয় টেস্ট (Kanpur Test) আয়োজন করতে সবরকমভাবেই প্রস্তুত বোর্ড। নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কথা বলা হয়েছে পুলিশের সঙ্গে। ভারতীয় ক্রিকেট বোর্ডের জনৈক কর্তা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, “টেস্ট সরানোর কোনও প্রশ্নই নেই। ম্যাচ আয়োজন করতে স্টেডিয়ামটি পুরোপুরি প্রস্তুত। আমরা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছি। সেইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
তবে হিন্দু মহাসভাকে ভয় না পেলেও নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি নিয়ে ঝুঁকি নিতে হয়ত নাও পারে বিসিসিআই। উক্ত বোর্ডকর্তাও সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। তাঁর কথায়, “পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কানপুরে টেস্ট ম্যাচ আয়োজন করতে সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবু পরবর্তী পরিস্থিতির দিকেও নজর রাখছি আমরা। কানপুরের পাশাপাশি আরেকটি কেন্দ্রের দিকেও নজর রাখা হচ্ছে।”