স্পোর্টস ডেস্ক: ১৮৭৭ সালে প্রথমবার খেলা হয়েছিল টেস্ট ক্রিকেট। এরপর কেটে গিয়েছে প্রায় ১৫০ বছর। ইতিমধ্যে টি-টোয়েন্টির রাজত্ব শুরু হলেও তা এতটুকু ফিকে করতে পারেনি ৫ দিনের টেস্টের আভিজাত্যকে। ১৫০ বছর ধরে কীভাবে স্বমহিমায় বিরাজ করছে আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটটি, এবারে সে ব্যখ্যাই দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াশিম জাফর (Wasim Jaffer)।
আরও পড়ুন: বিরাট কোহলি আর ভারতে খেলতে পছন্দ করেন না, আচমকা দাবি মঞ্জরেকরের
সদ্য চেন্নাইয়ে শেষ হয়েছে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। ২৮০ রানে ম্যাচ জিতে রবিবার ১-০ এগিয়ে গিয়েছেন রোহিতরা। তার আগে শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন জাফর। সেখানেই ভারতের প্রাক্তন ওপেনার ব্যখ্যা এবং প্রমাণ দিয়েছেন কীভাবে বছরের পর বছর ধরে টেস্ট ক্রিকেটের ধ্বজা উড়ে চলেছে। এই পোস্টে দুটি ছবি শেয়ার করেন জাফর (Wasim Jaffer)।
দুটি ছবিতে দুটি আলাদা আলাদা পরিবারকে দেখা যাচ্ছে। পিতামাতা এবং সন্তান। তাঁরা চিপকের স্ট্যান্ডে বসে ভারত-বাংলাদেশ টেস্ট উপভোগ করছেন। ছবিদুটি শেয়ার করে জাফর লেখেন, “এভাবেই ১৫০ বছর ধরে টিকে রয়েছে টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসাটা বংশগত। আর তা সারা জীবনের জন্য।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
একটি ছবিতে বাবা-মায়ের সঙ্গে এক তরুণকে চিপকের গ্যালারিতে বসে থাকতে দেখা যাচ্ছে। আবার অন্য ছবিটিতে বাবা-মায়ের সঙ্গে খেলা দেখছে এক খুদে। জাফর (Wasim Jaffer) লিখেছেন, “যদি তুমি টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসাটা নিজের বাবা-মায়ের থেকে পেয়ে থাকো, তাহলে নিজেকে ভাগ্যবান মনে কোরো। সেইসঙ্গে চেষ্টা কোরো এই ভালোবাসাটা নিজের সন্তানদের মধ্যেও ছড়িয়ে দিতে।”