স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম ইনিংসে ৬ রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে তাঁর অবদান মাত্র ১৭। এদিকে এই ব্যর্থতার পরই কিং কোহলিকে নিয়ে আচমকা এক চাঞ্চল্যকর দাবি করে বসেছেন বর্তমানে ধারাভাষ্যকার তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে বদলা নিতে টিম ইন্ডিয়াকে সমর্থন পাকিস্তানিদের
গত বছরের শেষে দক্ষিণ আফ্রিকায় গিয়ে বিরাট কোহলি ৪ ইনিংসে করেছিলেন ১৭২ রান। সিরিজে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন তিনি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজে গিয়েও শতরান হাঁকিয়েছিলেন। সেসব মনে করিয়ে দিয়ে মঞ্জরেকর দাবি করেছেন, আজকাল সচিনের মত বিদেশের মাটিতেই খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বিরাট। ভারতের মাটিতে ব্যাট করতে তিনি পছন্দ করছেন না।
দেশের মাটিতে শেষবার বিরাটকে টেস্ট খেলতে দেখা গিয়েছিল ২০২৩ সালের মার্চে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোতেরায় ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর চলতি বছরের শুরুতে ইংল্যান্ড সিরিজে দলে ছিলেন না। বাংলাদেশের বিরুদ্ধে ফের দেশের মাটিতে নেমে ব্যর্থ বিরাট। মঞ্জরেকর অবশ্য এই ব্যর্থতার মধ্যে থেকেও একটি ইতিবাচক দিক খুঁজে নিয়েছেন।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
দেশের মাটিতে রান পেলেও বিদেশে ছন্দেই রয়েছেন বিরাট। তাঁর দক্ষিণ আফ্রিকার মাটিতে রান পাওয়ার প্রসঙ্গ তুলে মঞ্জরেকর বলেন, “সচিন তেন্ডুলকর যেমন বিদেশের মাটিতে ব্যাট করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন তেমনি বিরাটও আজকাল বিদেশে খেলতেই ভালবাসেন। এটা অবশ্যই একদিক থেকে ভাল। দেশের মাটিতে রান পাওয়া ভাল।” যোগ করেন, “দক্ষিণ আফ্রিকায় ও খুব ভাল খেলেছে। বাকি ব্যাটারদের থেকে এগিয়ে ছিল।”