স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলির (Virat Kohli) কাছে এখন ক্রিকেট মানেই রেকর্ড ভাঙাগড়ার খেলা। গত কয়েক বছরে তিনি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের একাধিক রেকর্ড ভেঙেছেন। সোমবার বাংলাদেশের বিরুদ্ধে কানপুরের টেস্টের চতুর্থ দিনেও সচিনের একটি রেকর্ড ভেঙে নয়া কীর্তি গড়লেন কোহলি।
আরও পড়ুন: মুখেন মারিতং জগৎ: প্রফেসর যুগের অবসান লাল হলুদে
বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টের দ্বিতীয় এবং তৃতীয় দিন সম্পূর্ণভাবে ভেস্তে যাওয়ার পর চতুর্থ দিন বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ২৩৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে সচিনের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭ হাজার রান করার নজির স্থাপন করলেন কিং কোহলি (Virat Kohli)। ৫৯৪ ইনিংসে ২৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
২৭ হাজার রান করতে সচিন নিয়েছিলেন ৬২৩ ইনিংস। সোমবার পর্যন্ত সেটাই ছিল দ্রুততম। সচিনের থেকেও ২৯ ইনিংস কম নিলেন বিরাট (Virat Kohli)। যদিও এই অতুলনীয় কীর্তি গড়ার দিনেও অল্পের জন্য হাফ সেঞ্চুরি ফস্কেছেন তিনি। ৩৫ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে শাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে ফিরতে হয় প্রাক্তন ভারত অধিনায়ককে। ৪ টি চার এবং ১ টি ছক্কায় সাজানো এই ইনিংস।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
উল্লেখ্য, কোহলি-সচিন ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রানের গণ্ডী পেরিয়েছেন আরও দুজন। ৬৪৮ ইনিংস খেলে ২৭ হাজারের মাইলফলক স্পর্শ করেছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। এছাড়া অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং নিয়েছিলেন ৬৫০ ইনিংস। এদিকে কানপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর ইতিমধ্যেই টপকে গিয়েছে টিম ইন্ডিয়া। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২৫৮ তুলেছে রোহিত এন্ড কোং।