বিশ্বদীপ ব্যানার্জি: অবশেষে স্বপ্নপূরণ। ২০২৩ এর ১৯ নভেম্বর হয়নি। ২০২৪ এর ২৯ জুন কিন্তু হতাশ করলেন না রো-কো জুটি। ২০০৭ এর পর দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে কাটালেন টিম ইন্ডিয়ার ১১ বছর ধরে চলা আইসিসি ট্রফির খরা। তবে বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল শুধুমাত্র ভারতের জয়ে নয়, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে আবেগঘন মুহূর্ত হয়ে রইল জোড়া মহা তারকার বিদায়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
আরও পড়ুনঃ বার্বাডোজে বিশ্ববিজয়ী, রোহিতদের হারানো মুশকিল হি নেহি, না মুমকিন হ্যায়
সারা টুর্নামেন্ট জুড়ে নিজের ছন্দে দেখতে পাওয়া যায়নি বিরাটকে (Virat Kohli)। ফাইনালে সবটা সুদে আসলে মিটিয়ে করলেন ৫৯ বলে ৭৬। ম্যাচের সেরা তিনিই। আর সেরার পুরস্কার নিতে গিয়েই জানিয়ে দিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের কথা। কিন্তু প্রিয় বন্ধু কোহলিকে একা ছাড়লেন না অধিনায়ক রোহিত। কোহলির (Virat Kohli) অবসর ঘোষণার পরই তিনিও বিদায় জানিয়ে দিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে নিজের এই সিদ্ধান্তের কথা জানান হিটম্যান।
এদিকে বিদায় নেওয়ার আগে বিরাট (Virat Kohli) কিন্তু ছুঁয়ে ফেললেন ভারতীয় ক্রিকেটের আরেক আইকন যুবরাজ সিংয়ের রেকর্ড। যুবরাজ-ই এতদিন ছিলেন একমাত্র ক্রিকেটার যাঁর সাদা বলে সবকটি আইসিসি টুর্নামেন্ট জয়ের কৃতিত্ব রয়েছে। ২০০০ সালে মহম্মদ কাইফের নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন যুবি। এরপর ২০০২ তে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের সদস্যও তিনি ছিলেন। আর তারপর ২০০৭ -এ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ জেতান ভারতকে।
খাস খবর ফেসবুক পেজের লিংকঃ https://www.facebook.com/share/UqF1b7TViFyvfPhN/?mibextid=qi2Omg
বিরাট কোহলি (Virat Kohli) ছুঁয়ে ফেললেন সেই রেকর্ড। ২০০৮ সালে তাঁরই নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। এরপর ২০১১ এবং ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যথাক্রমে ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন। বাকি ছিল শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৪ সালে যার খুব কাছাকাছি গিয়েও শেষরক্ষা হয়নি। শেষপর্যন্ত ১০ বছর পর জিতে নিলেন সেই শিরোপা-ও। এবারে যদি আগামী বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিততে পারেন, সেক্ষেত্রে তিনিই হয়ে যাবেন বিশ্বের একমাত্র ক্রিকেটার যাঁর ঝোলায় পুরুষদের ক্রিকেটের প্রত্যেকটি আইসিসি ট্রফি থাকবে।