32 C
Kolkata
Tuesday, October 8, 2024
Home ক্রিকেট পর্ন দেখে অস্বীকার, ধরা পড়ে বিড়ম্বনায় অস্ট্রেলিয় তারকা উসমান খোয়াজা

পর্ন দেখে অস্বীকার, ধরা পড়ে বিড়ম্বনায় অস্ট্রেলিয় তারকা উসমান খোয়াজা

স্পোর্টস ডেস্ক: পর্নোগ্রাফি ভারতে পুরোপুরি নিষিদ্ধ হলেও অস্ট্রেলিয়ায় তেমনটা নয়। কিন্তু এবার সেখানেও পর্ন দেখার কথা অস্বীকার করার পর ধরা পড়ে গিয়ে অস্বস্তিতে পড়তে হল তারকা ক্রিকেটারকে। পাকিস্তানি বংশোদ্ভূত অজি ওপেনার উসমান খোয়াজা সম্প্রতি জানান, তিনি ভিআরে পর্ন দেখেননি কখনও। কিন্তু সঙ্গে সঙ্গেই সেকথা মিথ্যা প্রমাণ হতেই বিড়াম্বনায় পড়ে যান ক্রিকেটার।

- Advertisement -

আরও পড়ুন: ছেলে যুবির কেরিয়ার ধ্বংসের জন্য দায়ী, ধোনিকে কখনও ক্ষমা করবেন না যোগরাজ

আসলে ঠিক কী ঘটেছিল? উসমান খোয়াজা বসেছিলেন লাই ডিটেক্টরের সামনে। না, একা তিনি নন। সঙ্গে ছিলেন মার্নাস লাবুসেন, প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, জশ হ্যাজেলউডরা। সকলের সামনে খোয়াজার কখনও পর্ন না দেখার দাবি মিথ্যা প্রমাণিত হয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়ে যান তিনি।

- Advertisement -

 

অপরাধীদের পেট থেকে কথা বের করতে লাই ডিটেক্টরের সাহায্য নেয় পুলিশ। তবে অজি ক্রিকেটাররা পুলিশের লাই ডিটেক্টরের সামনে বসেননি। তাঁরা একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসেছিলেন। সেখানেই লাই ডিটেক্টর সেশনে অংশ নেন। খোয়াজার কাছে প্রশ্ন রাখা হয়েছিল তিনি, ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআরে প্রাপ্তবয়স্কদের ছবি দেখেন কি না।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

জবাবে সরাসরি “না” বলে দেন অজি ওপেনার। সঙ্গে সঙ্গে ইলেকট্রিক শক লাগে তাঁর। সেই সঙ্গে লাল আলো জ্বলে ওঠ। অর্থাৎ কিনা মিথ্যা বলছেন তিনি। এই ঘটনা দেখে হাসিতে ফেটে পড়েন সেখানে উপস্থিত সকলে। অন্যদিকে প্যাট কামিন্সকেও প্রশ্ন করা হয়েছিল, তিনি কখনো প্রাপ্তবয়স্কদের ছবি দেখে তা অস্বীকার করেছেন কি না। জবাবে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক মুচকি হেসে “হ্যাঁ” বলেন।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

পুজোর শপিং-এ বৃষ্টির কোপ, কেমন থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়ার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে দেখা গিয়েছে। আর এই বৃষ্টিতেই গত কয়েকদিনের ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই...

খবর এই মুহূর্তে

সন্দীপদের এবার জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি, জিজ্ঞাসাবাদ চলবে তাঁর দুই সঙ্গীকেও

খাসডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষদের (sandip ghosh) জেলে গিয়ে জেরা করতে চায় ইডি (ED)। সেই মোতাবেক আদালতে জানানো হয়েছিল আবেদন। এবার সেই আবেদন...

পড়ল পোস্টার, ঘোষণা হল পুরস্কারও, নাবালিকা নিখোঁজে মহিষমারির ‘উল্টো’ ভূমিকায় নিউটাউন পুলিশ

পলাশ নস্কর, নিউটাউন:  বাবার কাছে বকুনি খেয়ে ১০ বছরের মেয়েটি বাড়ি ছেড়েছিল গত ২৮ শে সেপ্টেম্বর। অভিযোগ তারপর থেকেই বেপাত্তা। ওইদিন নাবালিকা মেয়েটি তার বাবা...

এই পুজোতেও জেলের ওপারে, বাঙালির মহোৎসবে জেল মুক্তির সম্ভাবনা কম পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদদের

খাসডেস্ক: কলকাতা হাইকোর্টে (KOLKATA HIGH COURT) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) জামিনের শুনানি শেষ হল। পুজোর পর রায় দানের...

পঞ্চমী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা গিয়েছে বেশ কিছু জেলায়। আর এই বৃষ্টি চিন্তায় ফেলছে সাধারণ মানুষদের। পুজোয়...