স্পোর্টস ডেস্ক: পর্নোগ্রাফি ভারতে পুরোপুরি নিষিদ্ধ হলেও অস্ট্রেলিয়ায় তেমনটা নয়। কিন্তু এবার সেখানেও পর্ন দেখার কথা অস্বীকার করার পর ধরা পড়ে গিয়ে অস্বস্তিতে পড়তে হল তারকা ক্রিকেটারকে। পাকিস্তানি বংশোদ্ভূত অজি ওপেনার উসমান খোয়াজা সম্প্রতি জানান, তিনি ভিআরে পর্ন দেখেননি কখনও। কিন্তু সঙ্গে সঙ্গেই সেকথা মিথ্যা প্রমাণ হতেই বিড়াম্বনায় পড়ে যান ক্রিকেটার।
আরও পড়ুন: ছেলে যুবির কেরিয়ার ধ্বংসের জন্য দায়ী, ধোনিকে কখনও ক্ষমা করবেন না যোগরাজ
আসলে ঠিক কী ঘটেছিল? উসমান খোয়াজা বসেছিলেন লাই ডিটেক্টরের সামনে। না, একা তিনি নন। সঙ্গে ছিলেন মার্নাস লাবুসেন, প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, জশ হ্যাজেলউডরা। সকলের সামনে খোয়াজার কখনও পর্ন না দেখার দাবি মিথ্যা প্রমাণিত হয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়ে যান তিনি।
অপরাধীদের পেট থেকে কথা বের করতে লাই ডিটেক্টরের সাহায্য নেয় পুলিশ। তবে অজি ক্রিকেটাররা পুলিশের লাই ডিটেক্টরের সামনে বসেননি। তাঁরা একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসেছিলেন। সেখানেই লাই ডিটেক্টর সেশনে অংশ নেন। খোয়াজার কাছে প্রশ্ন রাখা হয়েছিল তিনি, ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআরে প্রাপ্তবয়স্কদের ছবি দেখেন কি না।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
জবাবে সরাসরি “না” বলে দেন অজি ওপেনার। সঙ্গে সঙ্গে ইলেকট্রিক শক লাগে তাঁর। সেই সঙ্গে লাল আলো জ্বলে ওঠ। অর্থাৎ কিনা মিথ্যা বলছেন তিনি। এই ঘটনা দেখে হাসিতে ফেটে পড়েন সেখানে উপস্থিত সকলে। অন্যদিকে প্যাট কামিন্সকেও প্রশ্ন করা হয়েছিল, তিনি কখনো প্রাপ্তবয়স্কদের ছবি দেখে তা অস্বীকার করেছেন কি না। জবাবে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক মুচকি হেসে “হ্যাঁ” বলেন।