স্পোর্টস ডেস্ক: আর দিনকয়েক পরেই শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। তার আগে রবিবার সন্ধ্যায় প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করলেন ভারতীয় নির্বাচকরা। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, রোহিত শর্মার নেতৃত্বাধীন সেই দলে ঋষভ পন্থ ফিরে এসেছেন। ফলে আসন্ন সিরিজে নজরটা থাকবে তাঁর ওপরেই বেশি।
আরও পড়ুন: বিনেশকে উপযুক্ত শাস্তি দিয়েছেন ঈশ্বর, বিস্ফোরক মন্তব্য যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণের
বাংলাদেশের বিরুদ্ধেই শেষবার টেস্ট খেলেছিলেন পন্থ। ২০২২ সালের ডিসেম্বর মাসে সেই সিরিজ খেলার মাত্র দিন কয়েকের ব্যবধানেই উত্তরাখণ্ডে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় উইকেটরক্ষক। প্রাণে বেঁচে গেলেও আশঙ্কা তৈরি হয়েছিল তাঁর ক্রিকেট কেরিয়ার নিয়ে। বিশেষ করে, তাঁর উইকেট কিপিং নিয়ে।
সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে ঋষভ পন্থ শুধু ফিরেই আসেননি, গত ২৯ জুন বার্বাডোজে জিতে নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ২০ ওভার বা ৫০ ওভারের ক্রিকেট খেলা আর ৫ দিনের টেস্ট ক্রিকেটের ধকল নেওয়া কি এক কথা? খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে স্পটলাইটের নিচে থাকবেন পন্থ।
ধুন্ধুমার ব্যাটিং করতে পারলেও উইকেটের পিছনে ঋষভ পন্থ আগের মতই সাবলীল থাকবেন কি না, সে প্রশ্নটা চলে আসছে আবারও। যদিও পন্থ ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করে দিয়েছেন। কিন্তু সে তো সীমিত ওভারে। টানা এক-দেড়দিন লাল বলে কিপিং করার সামর্থ্য তাঁর এখনও আছে, তা কিন্তু এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। হ্যাঁ, দলীপ ট্রফিতে খেলার পরও। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের কোনও তুলনাই আসে না। সব মিলিয়ে আসন্ন সিরিজ কার্যত অ্যাসিড টেস্ট হতে চলেছে ভারতীয় উইকেটরক্ষকের জন্য। উতরে গেলে ভাল, নয়ত স্কোয়াডে তো রয়েইছেন ধ্রুব জুরেল।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ় খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ্, মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং যশ দয়াল।