
বিশ্বদীপ ব্যানার্জি: শুক্রবার এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঋষভ পন্থ। বুধবার তাঁকে চিকিৎসার জন্য মুম্বইয়ে নিয়ে আসা হল। ইতিপূর্বে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি ছিলেন তারকা ক্রিকেটার। সেখান থেকে তাঁকে আপাদমস্তক সাদা চাদরে মুড়ে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন: করুণ পরিণতি, কিংবদন্তি ক্রিকেটার ছেলের জন্মদিনে প্রবাদপ্রতিম ক্রিকেটার বাবার মৃত্যু
এই মুহূর্তে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে রয়েছেন পন্থ। এখানেই তাঁর বাকি চিকিৎসা হবে। চিকিৎসকরা জানাচ্ছেন, শুধু ওষুধে আর কাজ দেবে না। কারণ, পন্থের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। এ অবস্থায় অস্ত্রোপচার ভিন্ন আর দ্বিতীয় পথ নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের সদস্যরা এই সিদ্ধান্ত নিয়েছেন। যা জানা যাচ্ছে, ক্রিকেটারের পরিবারের মতামতকে-ও এ বিষয়ে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না।
যদিও বুধবার যখন পন্থকে সাদা চাদরে মুড়ে মুম্বইয়ে নিয়ে আসা হয়, মা সরোজকে পাশেই দেখা গিয়েছে। অ্যাম্বুলেন্সে তিনি ভারতীয় উইকেটকিপারের পাশে বসেছিলেন। কার্যত ওষুধে তেমন কাজ না দেওয়ার ফলেই পন্থের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড জানাচ্ছে, সেন্টার ফর স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধান এবং অর্থোস্কোপি অ্যান্ড সোল্ডার সার্ভিসের ডিরেক্টর ডঃ দীনেশ পারডিওয়ালার নেতৃত্বে পন্থের হাঁটুতে অস্ত্রোপচার করা হবে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
কিন্তু এখানেই শেষ নয়। দেশের চিকিৎসায় যদি কাজ না হয়, সেক্ষেত্রে পন্থকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে বলেও খবর। দেরাদুন থেকে মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে তারকা ক্রিকেটারকে। কিন্তু এখানেও যে তিনি পুরোপুরি চিকিৎসা পাবেন, সে সংশয় থেকেই যাচ্ছে। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে বুধবার জানানো হয়েছে, প্রয়োজন হলে পন্থকে ব্রিটেন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে। এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, বোর্ড চায় যেভাবে খুশি পন্থের চিকিৎসা করাতে পারে। কিন্তু ব্যয়ভার বহন করবে উত্তরাখণ্ড সরকার।